ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
নিউজিল্যান্ড সফরে ব্যর্থতার পর থেকেই সমালোচনায় বিদ্ধ পাকিস্তান ক্রিকেট দল। তবে এসব সমালোচনাকে যথাযথই মনে করছেন দলটির হেড কোচ মিসবাহ-উল-হক। তিনি দেশে ফিরে বলেছেন, কিউই সফরে নিজেদের ব্যর্থতার মুল কারণ ক্যাচ মিস।
দলের ব্যর্থতার জন্য সমালোচনার জবাবে মিসবাহ বলেছেন, ‘এসব সমালোচনা যৌক্তিক। এমন পারফরম্যান্সের পর সমালোচনা আমাদের প্রাপ্য। যারা সমালোচনা করছে, সবাই দলের সামর্থ্য ও সম্ভাবনায় বিশ্বাস রাখে। যখন লোকে অনেক প্রত্যাশা করে আমাদের কাছে, কিন্তু আমরা পূরণ করতে পারি না, সমালোচনা তখন হবেই।’
নিউজিল্যান্ড সফরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানি ক্রিকেটাররা ছেড়েছিল ৮টি টেস্ট। এজন্য বড় স্কোর গড়ার কাজটি বেশ সহজ হয়েছিল অজিদের জন্য। মিসবাহর চোখে দলের ব্যর্থতার মূল কারণ এটিই, ‘আমাদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, আগেও যেটা পাকিস্তান ক্রিকেটে দেখা দেখে, ক্যাচগুলো ঠিকমতো নেওয়া। ক্যাচ ছেড়েই এই সিরিজে আমাদের সম্ভাবনায় চোট লেগেছে। দুই টেস্টে অনেক ক্যাচ হাতছাড়া করেছি আমরা। এখানে আমাদের অনেক কাজ করতে হবে।’
Discussion about this post