ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আসন্ন বাংলাদেশ সফরে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য গত ২৯ ডিসেম্বর ১৫ সদস্যের আলাদা আলাদা দল ঘোষণা করেছিল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। ওয়ানডে স্কোয়াডের আট জন এবং টেস্ট স্কোয়াডের চার জন ক্রিকেটার ছিলেন অভিষেকের অপেক্ষায়। যার মধ্যে নাম ছিল রোমারিও শেফার্ডেরও। তবে করোনা পজিটিভ আসায় বাংলাদেশ সফরে আসতে পারছেন না এই ক্রিকেটার। ইতোমধ্যে তার বিকল্পও জানিয়ে দিয়েছে ক্রিকেট ওয়েস্ট উইন্ডিজ। রঙ্গিন জার্সির স্কোয়াডে জায়গা পেয়েছেন কিওন হার্ডিং।
করোনা পজিটিভ হওয়ায় গায়ানাতে আইসোলেশনে থাকতে হবে শেফার্ডের। বাংলাদেশে আসার আগে কয়েক দফা করোনা পরীক্ষা দিতে হয়েছে ক্যারিবীয় ক্রিকেটারদের। ২ জানুয়ারি করা টেস্টে শেফার্ড ছাড়া সবাই নেগেটিভ।
এদিকে বৃহস্পতিবার আরেক দফা টেস্ট করানো হয়েছে সবার। সেখানেও পজিটিভ এসেছেন তিনি। এর ফলে স্কোয়াডে বাধ্যতামূলক পরিবর্তন আনতে বাধ্য হয় দেশটির ক্রিকেট বোর্ড। বদলি হার্ডিং ২৪ বছর বয়সী বার্বাডোসের ফাস্ট বোলার।
দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ১০ জানুয়ারি বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ। এখানে এসে ৩দিন হোটেল রুমে থাকার পর নিজেদের মধ্যে অনুশীলন করতে পারবেন ক্রিকেটাররা। এরপর করোনা নেগেটিভ হয়ে ৭দিন পর মাঠে ফিরতে আর কোনো বাঁধা থাকবে না সফরকারীদের।
Discussion about this post