ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
৭ জানুয়ারি, ১৯৭৭ দিনটা ভুলবেন না। সোনার অক্ষরে লেখা এক তারিখ। এই দিনেই তো জন্ম নিয়েছিল বাংলাদেশ দল। গত শতাব্দির এই দিনে প্রয়াত শামিম কবিরের নেতৃত্বে ঢাকায় মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাবের (এমসিসি) বিপক্ষে তিন দিনের ম্যাচ খেলতে নামে বাংলাদেশ দল।
এই ম্যাচেই প্রথমবারের মতো কোনো দলের বিপক্ষে ‘বাংলাদেশ’ নামে খেলতে নামেন বাংলাদেশের ক্রিকেটাররা। সন্দেহ নেই ঐতিহাসিক এম ম্যাচ। খেলার আগে প্রশ্ন ছিল আদৌ ঠিকঠাক মতো ক্রিকেট ম্যাচ খেলতে পারবে তো বাংলাদেশ? কঠিন পরীক্ষার মুখে পড়ে দল।
ঢাকার মাঠে ম্যাচটি ছিল তিনদিনের। মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব (এমসিসি) ক্লাবের বিপক্ষে অধিনায়ক ছিলেন প্রয়াত শামিম কবির। ইতিহাসে লেখা সেই ম্যাচটিতে বাংলাদেশের হয়ে প্রথম বলটি খেলেন রকিবুল হাসান। যিনি এখন বিসিবির ম্যাচ রেফারি।।
টেড ক্লার্কের নেতৃত্বে আসে এমসিসি দল। তিন দিনের ম্যাচটিতে ড্রর সুযোগ তৈরি করেও হেরে যায় বাংলাদেশ। তবে যা পাওয়া দল পেয়ে যায়। দর্শক আসে মাঠে। ক্রিকেটাররাও পেয়ে যান আত্মবিশ্বাস। তার পথ ধরেই বাংলাদেশকে আইসিসির সহযোগী দেশ হিসেবে স্বীকৃতি দিতে এগিয়ে আসে অনেকেই। এই সফর শেষে এমসিসির এক প্রতিবেদনের ভিত্তিতে জুনে আইসিসির সহযোগী সদস্যপদ পায় বাংলাদেশ। তারপর তো এগিয়ে যাওয়ার গল্প।
প্রথম বাংলাদেশ দল ছিল পল্টনের ঢাকা স্টেডিয়ামের ঠিক কাছের পূর্বাণী হোটেলে। তখন তারকা খ্যাতি পেয়েছিল দলটি। তাদের গড়ে দেওয়া পথেই তো এখন হাঁটছেন সাকিব-তামিমরা!
‘বাংলাদেশ’ নামে খেলা প্রথম দলে যারা ছিলেন-
শামিম কবির (অধিনায়ক), রকিবুল হাসান (সহ-অধিনায়ক), শফিকুল হক হীরা, মাইনুল হক, ওমর খালেদ, এ এস এম ফারুক, সৈয়দ আশরাফুল হক, ইউসুফ রহমান বাবু, দৌলতুজ্জামান, দিপু রায় চৌধুরী ও খন্দকার নজরুল কাদের লিন্টু।
Discussion about this post