ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
টেস্ট ইতিহাসে মাঝারি মানের দল হয়েই থেকেছে নিউজিল্যান্ড। সেরাদের সেরা হওয়ার দৌড়ে পিছিয়ে পড়েছে বারবারই। কিন্তু এখন যেন অজেয় হয়ে উঠেছে কিউইরা। হারতে ভুলেই গেছে। দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে নিউজিল্যান্ড। তার পথ ধরেই অন্য এক উচ্চতায় পা রেখেছে দলটি।
নিজেদের দীর্ঘ ইতিহাসে প্রথমবার আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বর হয়ে উঠল কিউইরা। ইতিহাস গড়ল কেন উইলিয়ামসনের দল। দ্বিতীয় টেস্টে বুধবার পাকিস্তানিদের ইনিংস ও ১৭৬ রানে অনায়াসে হারিয়ে চূড়ায় পা রাখে স্বাগতিকরা।
ফর্মে থাকা দলটি এনিয়ে টানা তিন সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করল। এর আগে ওয়েস্ট ইন্ডিজ ও ভারতকে ‘ধোলাই’ করেছিল তারা। সব মিলিয়ে দেশের মাঠে টানা ১৭ টেস্ট অপরাজিত নিউজিল্যান্ড। ২০১৭ সালের মার্চে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষবার হার দেখেছিল দলটি।
ক্রাইস্টচার্চে টেস্টে পাকিস্তানকে হেসে-খেলেই হারাল। ৬ ফুট ৮ ইঞ্চি উচ্চতার পেসার কাইল জেমিসনের তুলে নেন ৪৮ রানে ৬ উইকেট। প্রথম ইনিংসে ৫ উইকেট শিকার করেন ৬৯ রানে। এর আগে সিরিজের প্রথম টেস্টে কিউইরা পেয়েছিল ১০১ রানের জয়।
এই সিরিজের আগে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেই অস্ট্রেলিয়ার সমান ১১৬ রেটিং পয়েন্ট হয়েছিল নিউজিল্যান্ডের। অস্ট্রেলিয়া এগিয়ে ছিল ভগ্নাংশের ব্যবধানে। পাকিস্তানকে প্রথম টেস্টে হারানোর পর কিউইদের রেটিং পয়েন্টে পেছনে ফেলে অজিদের।
দলীয় র্যাঙ্কিং অবশ্য সিরিজ শেষেই হালনাগাদ করে আইসিসি। তার পথ ধরে বুধবার আনুষ্ঠানিকভাবে এক নম্বর দল হয়ে গেল কিউইরা। তাদের রেটিং পয়েন্ট দাঁড়াল ১১৮।
ধারাবাহিক সাফল্যেই নিউজিল্যান্ড ওঠে এসেছে শীর্ষে। এই সাফল্যের কারিগর অধিনায়ক কেন উইলিয়ামসন।তিনি নিজেকে নিয়ে গেছেন টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের শীর্ষে। একই দিনে দুই অর্জন। এই তারকা ব্যাটসম্যান বলছিলেন, ‘গ্রীষ্ম দারুণভাবে শেষ করতে পারাটা গৌরবের আর আমরা জানি যে বিশেষ কিছু অর্জন করেছি।’
অবশ্য র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান তারা বেশিদিন হয়তো উপভোগ করতে পারবে না। ভারতের বিপক্ষে চলতি সিরিজ জিতলেই ফের শীর্ষে উঠে যাবে অজিরা।
সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান ১ম ইনিংস : ২৯৭/১০
নিউজিল্যান্ড ১ম ইনিংস : ৬৫৯/৬ (ডি.)
পাকিস্তান ২য় ইনিংস : ৮১.৪ ওভারে ১৮৬/১০(আবিদ ২৬,, আব্বাস ৩, আজহার ৩৭, হারিস ১৫, ফাওয়াদ ১৬, রিজওয়ান ১০, ফাহিম ২৮, গোহার ৩৭, আফ্রিদি ৭, নাসিম ০*; বোল্ট ১৮.৪-৬-৪৩-৩, জেমিসন ২০-৬-৪৮-৬, উইলিয়ামসন ৩-০-১৬-১)।
ফল : নিউজিল্যান্ড ইনিংস ও ১৭৬ রানে জয়ী
সিরিজ : ২ ম্যাচ সিরিজে নিউজিল্যান্ড ২-০তে জয়ী
ম্যাচ সেরা : কাইল জেমিসন।
সিরিজ সেরা : কেন উইলিয়ামসন।
Discussion about this post