আগামী বছর বাংলাদেশে বসছে টি-টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের আসর। সেই উত্তাপ এখনই লাগতে শুরু করেছে! এইতো রোববার থেকে শুরু হল বিশ্বকাপের টিকিট বিক্রি। মহামুল্যবার টিকিট পেতে ব্যাংকের সামনে লম্বা লাইন ছিল আগের দিন থেকেই। কিন্তু ব্যাং খোলার পর জানানো হল-ব্যাংকের বুথ থেকে শুধু প্রথম ৫০ জন টিকিট পাবেন। ৫১ জন থেকে কাউন্টার বন্ধ! রাজধানীর অগ্রনী ও এনসিসি ব্যাংকের বিভিন্ন বুথের সামনে দাড়ানো ক্রিকেট ভক্তরা এমন অভিযোগ করলেন।
অগ্রনী ব্যাংকের ৪৯টি এবং এনসিসি ব্যাংকের ব্যাংকের ৪৪টি বুথ থেকে এই টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে প্রথমদিন প্রতিটি বুথ থেকে ৫০টি টিকিট বিক্রির পর কাউন্টার বন্ধ করে দেয়া হয়।
গ্রুপ পর্যায়ের টিকিটের মুল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা থেকে ২০০০ টাকা পর্যন্ত। তবে সেমিফাইনালের টিকিটের দাম কিছুটা বাড়বে। সেমিফাইনালে টিকিটের মুল্যমান সর্বনি¤œ ১০০ টাকা এবং সর্বোচ্চ ৩০০০ টাকা। ফাইনালের এই দাম নির্ধারণ করা হয়েছে সর্বনিন্ম ২০০ টাকা এবং সর্বোচ্চ ৪০০০ টাকা।
আগামী বছরের ১৬ মার্চ থেকে বাংলাদেশের তিনটি ভেন্যুতে টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে। ভেন্যুগুলো হল-মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও সিলেটে নির্মানাধীণ সিলেট স্টেডিয়াম।
বিশ্বকাপের মোট টিকিটের শতকরা পঞ্চাশ ভাগ টিকিট সাধারনের জন্য ছাড়া হবে।
Discussion about this post