ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনার কারণে ২০২০ সালে মাঠের ক্রিকেট হয়েছে অনেক কম। তারপরও প্রাণঘাতী এ ভাইরাসকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যতটুকুই খেলা হয়েছে তার মধ্যে দারুণ পারফরম্যান্স করেছেন বাংলাদেশের লিটন দাস। যে কারণে এ বছরে সেরাদের মধ্যে জায়গা পেয়েছেন এ ডানহাতি ব্যাটসম্যান।
২০২০ সালে ওয়ানডেতে ব্যক্তিগত সর্বোচ্চ ১৭৬ রান করেন লিটন দাস। প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে। ১৪৩ বলে ১৬ চার ও ৮ ছক্কায় ইনিংসটা সাজিয়েছিলেন বাংলাদেশের ওপেনার। তামিমের সঙ্গে লিটনের ২৯২ রানের উদ্বোধনী জুটিটা ওয়ানডেতে যেকোনো উইকেটেই বাংলাদেশের সর্বোচ্চ।
এ বছর টেস্টে সবচেয়ে বেশি রান ৬৪১ করেছেন বেন স্টোকস (ইংল্যান্ড), ৫৮.২৭ গড়ে। এদিকে ওয়ানডেতে সবচেয়ে বেশি রান ৬৭৩ করেন অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া)। তার গড় ৫৬.০৮। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান
মোহাম্মদ হাফিজ (পাকিস্তান)। ১৫২.৫৭ স্ট্রাইক রেট ও ৮৩.০০ গড়ে ৪১৫ রান তার।
২০২০ সালে টেস্টে সবচেয়ে বেশি উইকেট স্টুয়ার্ট ব্রডের। তিনি নিয়েছেন ৮ টেস্টে ১৪.৭১ গড়ে ৩৮ উইকেট। ছুঁয়েছেন ৫০০ উইকেটের মাইলফলক। জৈব-বলয়ে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষেই পাঁচ টেস্টেই ব্রডের উইকেট ২৯টি।
ওয়ানডেতে সবচেয়ে বেশি উইকেট অ্যাডাম জাম্পার। এ স্পিনার ১৩ ম্যাচে ২৩.৭৪ গড়ে নিয়েছেন ২৭ উইকেট। এদিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট লুঙ্গি এনগিডির (দক্ষিণ আফ্রিকা)। ৯ ম্যাচে ২০.৫২ গড়ে এ পেসার নিয়েছেন ১৭ উইকেট।
২০২০ সালে টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর করেছেন জ্যাক ক্রলি (ইংল্যান্ড)। সাউদাম্পটনে পাকিস্তানের বিপক্ষে তিনি করেন ২৬৭ রান। এদিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ব্যক্তিগত সর্বোচ্চ শাহরিয়ার বাটের (বেলজিয়াম)। তিনি করেন ১২৫* বিপক্ষ চেক প্রজাতন্ত্র।
টেস্টে সেরা বোলিং জিম্বাবুয়ের সিকান্দার রাজার। ৭/১১৩ বিপক্ষ শ্রীলঙ্কা। ওয়ানডেতে সেরা বোলিং সন্দীপ লামিচানে (নেপাল), ৬/১৬ বিপক্ষ যুক্তরাষ্ট্র। এদিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা বোলিং খিজার হায়াত (মালয়েশিয়া), ৫/৪ বিপক্ষ হংকং
Discussion about this post