ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
মাউন্ট মাঙ্গানুই টেস্টে অসাধারণ ব্যাটিং করেন কেন উইলিয়ামসন। সেঞ্চুরি হাঁকিয়ে নিউজিল্যান্ডের শক্ত ভীত গড়ে দেন এ তারকা। শেষ পর্যন্ত তার নৈপুণ্যে জিতে কিউইরা। এরফলও পেয়েছেন তিনি। স্টিভ স্মিথকে সরিয়ে এ তারকা উঠে গেছেন র্যাঙ্কিংয়ের শীর্ষে।
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে হাঁকিয়েছেন উইলিয়ামসন। অন্যদিকে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে ব্যাট হাতে প্রথম দুই টেস্টেই নিজের সেরা ছন্দে ছিলেন না স্মিথ। এমনকি দ্বিতীয় টেস্টে খেলেননি বিরাট কোহলিও। স্মিথের অফফর্ম এবং কোহলির না থাকা সবমিলিয়ে আবারো টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন উইলিয়ামসন।
টেস্ট ব্যাটসম্যান র্যাঙ্কিংয়ে ৮৯০ রেটিং নিয়ে দুই ধাপ এগিয়ে শীর্ষে উঠে এসেছেন উইলিয়ামসন। ৮৭৯ রেটিং নিয়ে দুইয়ে রয়েছেনবিরাট কোহলি। তিনে নেমে গিয়েছেন স্টিভ স্মিথ। টেস্টে তার রেটিং ৮৭৭। এদিকে সেরা ছয়ে জায়গা করে নিয়েছেন অজিঙ্কা রাহানে। র্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়ে ৭৮৪ রেটিং নিয়ে র্যাঙ্কিংয়ের ছয়ে রয়েছেন তিনি।
অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স বোলারদের মধ্যে র্যাঙ্কিংয়ের শীর্ষেই রয়েছেন। ৯০৬ রেটিং নিয়ে সবার উপরে রয়েছেন তিনি। এদিকে দুইয়ে রয়েছেন স্টুয়ার্ট ব্রড আর তিনে নিউজিল্যান্ডের নীল ওয়াগনার। বোলিং র্যাঙ্কিংয়ে উপরে উঠেছেন ভারতের স্পিনার রবি অশ্বিন। ৭৯৩ রেটিং নিয়ে র্যাঙ্কিংয়ের সাতে রয়েছেন তিনি। এছাড়াও উন্নতি হয়েছে ভারতের পেসার যশপ্রিত বুমরাহরও। ৭৮৩ রেটিং নিয়ে র্যাঙ্কিংয়ের নয়ে রয়েছেন তিনি।
অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সবার উপরেই রয়েছেন আগের মতই বেন স্টোকস। ৪২৩ রেটিং নিয়ে দুইয়ে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার। তিনে রয়েছেন ভারতের জাদেজা। চারে সাকিব আল হাসান। তার রেটিং পয়েন্ট ৩৬৬।
Discussion about this post