ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
মাউন্ট মঙ্গুনাই টেস্টে বুধবার নিউজিল্যান্ডের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন ফাওয়াদ আলম আর অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। পঞ্চম উইকেটে তারা ১৬৫ রানের জুটি গড়ে ম্যাচ বাঁচানোর আভাস দিয়েছিলেন। কিন্তু কাইল জেমিসনের অসাধারণ এক ডেলিভারিতে তাদের প্রতিরোধ ভাঙে কিউইরা। শেষ পর্যন্ত নীল ওয়াগনার, মিচেল স্যান্টনারের দুর্দান্ত নৈপুণ্যে রোমাঞ্চ ছড়ানো ম্যাচটি স্বাগতিকরা জিতে নেয় ১০১ রানে।
এই জয়ে তারা প্রথমবারের মতো উঠে গেল আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষে।
নিউজিল্যান্ড সফরে সিরিজের প্রথম টেস্ট জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ৩৭৩ রান। কিন্তু বিশাল এ লক্ষ্যের পেছনে ছুটতে গিয়ে মঙ্গলবারই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল সফরকারীরা। বুধবার ম্যাচের পঞ্চম ও শেষ দিনের সকালেই আজহার আলিকে যা আরও বেড়ে যায় তাদের। তবে পঞ্চম উইকেটে প্রতিরোধ গড়ে তোলেন ফাহাদ আলম ও রিজওয়ান। সেঞ্চুরি (১০২) করেন ফাওয়াদ।
২০০৯ সালে টেস্ট অভিষেকে সেঞ্চুরির পর এটি ফাওয়াদের দ্বিতীয় সেঞ্চুরি। রিজওয়ান প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও হাফসেঞ্চুরির দেখা পান। পঞ্চম উইকেট তারা জুটিতে করেন ১৬৫ রান। যেভাবে দুজনে দিনভর লড়ছিলেন তাতে মনে হচ্ছিল পাকিস্তান এই ম্যাচ বাঁচাতে পারবে। কিন্তু তৃতীয় সেশনের দ্বিতীয় ঘন্টার শুরুতেই কাইল জেমিসনের বলে এলবিডব্লিয়ের ফাঁদে পড়েন রিজওয়ান। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৬০। এর কিছুক্ষণ পরই ফাহাদ আলম আউট হলে পাকিস্তানের প্রতিরোধ ভেঙ্গে পড়ে।
ম্যাচ বাঁচাতে বুধবার দারুণ চেষ্টায় করেছিলেন পাকিস্তানের লেজের ব্যাটসম্যানরা। বিশেষ করে মোহাম্মদ আব্বাস ও শাহিন আফ্রিদি। কিন্তু তাদের পথে কাঁটা হয়ে দাঁড়ান মিচেল স্যান্টনার। তার ঘূর্ণিতে শেষ পর্যন্ত দিনের খেলা ৪.৩ ওভার বাকি থাকতেই গুটিয়ে যায় পাকিস্তান।
নিউজিল্যান্ডের হয়ে বোল্ট, জেমিসন, টিম সাউদি ও মিচেল স্যান্টনার নেন দুটি করে উইকেট। এদিকে প্রথম ইনিংসে সেঞ্চুরির জন্য ম্যাচ সেরা হয়েছেন কেন উইলিয়ামসন। এ জয়ে দুই টেস্ট সিরিজে নিউজিল্যান্ড এগিয়ে গেল ১-০ তে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ক্রাইস্টচার্চে ৩ জানুয়ারি।
সংক্ষিপ্ত স্কোর-
নিউজিল্যান্ড ১ম ইনিংস : ৪৩১/১০
পাকিস্তান ১ম ইনিংস : ২৩৯/১০
নিউজিল্যান্ড ২য় ইনিংস : ১৮০/৫ (ডি.)
পাকিস্তান ২য় ইনিংস : (লক্ষ্য ৩৭৩, আগের দিন ৭১/৩) ১২৩.৩ ওভারে ২৭১ (মাসুদ ০, আবিদ ০, আজহার ৩৮, হারিস ৯, ফাওয়াদ ১০২, রিজওয়ান ৬০, ফাহিম ১৯, ইয়াসির ০, আব্বাস ১, আফ্রিদি ৮*, নাসিম ১; সাউদি ২৩-৮-৩৩-২, বোল্ট ২৫-৯-৭২-২, জেমিসন ২৬-১৩-৩৫-২, ওয়্যাগনার ২৮-৯-৫৫-২, স্যান্টনার ১৯.৩-৩-৫২-২, উইলিয়ামসন ২-১-১-০)।
ফল : নিউজিল্যান্ড ১০১ রানে জয়ী
সিরিজ : ২ ম্যাচ সিরিজে নিউজিল্যান্ড ১-০তে এগিয়ে
ম্যাচসেরা : কেন উইলিয়ামসন
Discussion about this post