ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বাংলাদেশের সেরা নারী ক্রিকেটারদের তালিকা করতে গেলে ওপরের সারিতেই থাকবে তার নাম। ব্যাট-বলে দাপট দেখিয়ে জাতীয় দলে খেলছেন অনেকদিন ধরেই। তারপরও ব্যাটে কোন স্পন্সর পাচ্ছিলেন না জাহানারা আলম। অবশেষে আক্ষেপ দূর হলো এই তারকা ক্রিকেটারের।
২০১১ সাল থেকে জাতীয় ক্রিকেট দলে খেলছেন জাহানারা। ৯ বছর পর এসে এখন থেকে নিজের ক্রিকেট ব্যাট-প্যাড, গ্লাভসে স্পন্সর কোম্পানির লোগো ব্যবহার করবেন। স্পন্সর পেয়ে গেলেন তিনি।
ডানহাতি এই পেসার নারীদের আইপিএলেও নিয়মিত খেলছেন। পারফরমেন্স আর তারকা খ্যাতির কথা ভেবেই অস্ট্রেলিয়ার এইচআর স্পোর্টস ক্রিকেটার জাহানারা আলমের স্পন্সর হয়েছে।
স্পন্সরের চুক্তি অনুযায়ী এইচআর স্পোর্টস জাহানারার কাছে তাদের নতুন স্পোর্টস গুডস (ক্রিকেট ব্যাট-প্যাড, গ্লাভস) পাঠাল। নিজের অফিসিলয়াল ফেসবুকে মঙ্গলবার জাহানারা এমনটাই জানালেন। তিনি লিখেছেন, ‘ক্রিকেট সরঞ্জামে এটিই আমার প্রথম স্পন্সর। এইচআর স্পোর্টসের ক্রিকেট সরঞ্জাম নিয়ে ম্যাচে নামতে দেরি সইছে না। এইচআর স্পোর্টসের সঙ্গে কাজ করতে পেরে আনন্দিত আমি।’
ফেসবুকে এমন ঘোষণা দিয়ে বেশ কয়েকটি ছবিও পোস্ট করেন জাহানারা। যেখানে ভক্তরা অভিনন্দন জানাচ্ছেন তাকে।
দুবাইয়ে নারীদের আইপিএলে গত মাসেই ভেলোসিটি দলের হয়ে খেলেছেন জাহানারা। বাংলাদেশ জাতীয় দলের হয়ে জাহানারা ৩৭টি ওয়ানডে খেলে নিয়েছেন ৩৩ উইকেট। ৭১টি আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে শিকার করেছেন ৫৫ উইকেট।
এদিকে আসছে নতুন বছরই মাঠে নামবেন জাহানারা। ৩ জানুয়ারি থেকে শুরু হবে নারী ক্রিকেট দলের মাসব্যাপী ক্যাম্প। ক্যাম্পের জন্য ২৯ নারী ক্রিকেটারকে নির্বাচন করেছে বিসিবি। যেখানে আছেন জাহানারা।
Discussion about this post