ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অনায়াসেই ওয়ালটন এমপিএলের (ময়মনসিংহ প্রিমিয়ার লিগ) শিরোপা জিতে নিয়েছে ময়মনসিংহ রাইডার্স। ময়মনসিংহ মাস্টার্স ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজনে ১০০ বলের এ টুর্নামেন্টের ফাইনালে ময়মসিংহ থান্ডারকে ৮ উইকেটে হারিয়েছে রাইডার্স।
স্থানীয় সার্কিট হাউজ মাঠে শুক্রবার টস হেরে ব্যাট করতে নামে ময়মনসিংহ থান্ডার। ৯ উইকেটে দলটি করে ১১৬ রান। ফরহাদ রেজা ১৩ বলে ২৮। তিনটি করে উইকেট শিকার করেন রনি ও স্বাধীন।
জবাব দিতে নেমে রাইডার্সকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার উত্তম ও মনির। ৫৫ রান তুলেন তারা। এরপরই তারা বিদায় নিলে সাব্বির রহমান ও আল আমিন জুনিয়র দলকে নিয়ে যান জয়ের বন্দরে।
দলকে জিতিয়ে সাব্বির ৩৭ ও আল আমিন ২৩ রানে অপরাজিত থাকেন। তবে ফাইনাল সেরা চ্যাম্পিয়ন দলের রনি। টুর্নামেন্ট সেরা থান্ডারের শুভাগত হোম।
ফাইনাল শেষে পুরস্কার প্রদান করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র জনাব ইকরামুল হক টিটু।
সংক্ষিপ্ত স্কোর-
ময়মনসিংহ থান্ডার্স: ১০০ বলে, ১১৬/৯ (ফরহাদ রেজা ২৮, অর্ক ২২, রনি ৩/৯, স্বাধীন ৩/৩৭)।
ময়মনসিংহ রাইডার্স: ৯২ বলে, ১১৭/২ (উত্তম ৩৪, মুনির ১৭, সাব্বির ৩৭*, আল আমিন ২৩*)।
ফল: রাইডার্স ৮ উইকেটে জয়ী।
ফাইনালসেরা: রনি।
টুর্নামেন্ট সেরা: শুভাগত হোম
Discussion about this post