অবসর নেওয়ার ঘন্টা চারেক না যেতেই মিলল সুখবর! ভারতের সর্বোচ্চ বেসামরিক খেতাব ‘ভারতরত্ম’ পেলেন শচীন রমেশ টেন্ডুলকার। ভারতের প্রধানমন্ত্রীর অফিস থেকে কাল আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো হয়। প্রথম কোনো ভারতীয় ক্রীড়াবিদ হিসেবে এ খেতাব পেলেন ‘ক্রিকেট ঈশ্বর’। শনিবার মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে উইন্ডিজের বিপক্ষে ভারতের দ্বিতীয় টেস্ট শেষেই ২৪ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের যতি টানেন শচীন। ভারতে সবচেয়ে কমবয়সী হিসেবে শচীন এ সর্বোচ্চ খেতাব পেলেন। অনেক দাবীর পর মিলল এই সম্মান!
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়-‘শচীন টেন্ডুলকার নিঃসন্দেহে কিংবদন্তিতুল্য ক্রিকেটার। যিনি তার খেলার মাধ্যমে গোটা দেশকে সেবা দিয়েছেন এবং বিশ্বে পরিচিত করেছেন। ১৬ বছর বয়সে খেলা শুরু করে দীর্ঘ ২৪ বছর তিনি দেশের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে সুনাম বয়ে এনেছেন। ক্রিকেটে তার অর্জন ধরাছোঁয়ার বাইরে। তিনি যেভাবে ক্রিকেট স্পিরিট বজায় রেখে খেলেছেন সেটা সবার জন্য অনুকরণীয়। খেলাধুলার জগতে তিনি উদাহরণ তৈরি করেছেন। কাজেই জাতীয় সেবার সর্বোচ্চ স্বীকৃতি হিসেবে তাকে এ খেতাব দেওয়া হচ্ছে।’
এদিকে শনিবার মুম্বাই টেস্টে ভারত জেতে ইনিংস ও ১২৬ রানে। আর সিরিজ জিতল ২-০ ব্যবধানে।
Discussion about this post