ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এইতো সপ্তাহের শুরুতেই তিনি স্পর্শ করেছিলেন কিংবদন্তি পেলেকে। সেই ধারাবাহিকতা ধরে রেখেই ব্রাজিলিয়ান লিজেন্ডকে পেছনে ফেললেন লিওনেল মেসি। পেলেকে পেছনে ফেলে এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ড নিজের করে নিয়েছেন বার্সেলোনার এই আর্জেন্টাইন মহাতারকা।
মঙ্গলবার রাতে স্প্যানিশ লা লিগায় রিয়াল ভাইয়াদলিদের বিপক্ষে মেসি পেয়ে যান তার রেকর্ড গড়া গোল। নিজেকে নিয়ে গেলেন অনন্য উচ্চতায়।
ক্যারিয়ারের শুরু থেকে বার্সেলোনার হয়ে খেলছেন মেসি। এই ক্লাবের জার্সিতে ৬৪৪তম গোল পেলেন মঙ্গলবার। এর পথ ধরেই পেলেকে ছাড়িয়ে যেতে লাগল ৭৪৯ ম্যাচ।
ব্রাজিলের ক্লাব সান্তোসের হয়ে ১৯ মৌসুমে ৬৬৫ ম্যাচে ৬৪৩ গোল করেন পেলে। বার্সেলোনার হয়ে ১৭ মৌসুমেই সেই কিংবদন্তিকে পেছনে ফেললেন মেসি।
বিস্ময়কর এই রেকর্ড গড়ে উচ্ছ্বসিত মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মহাতারকা জানাচ্ছিলেন, এমন অর্জন যোগ হবে নামের পাশে ভাবতেও পারেন নি।
মেসি লিখেছেন, ‘যখন আমি খেলা শুরু করি তখনও ভাবিনি কোনো রেকর্ড ভাঙতে পারব। বিশেষ করে পেলের রেকর্ড যেটা ভেঙেছি। এ বছরগুলোতে যারা আমার পাশে ছিলেন, সতীর্থ, পরিবার, বন্ধু ও যারা প্রতিদিন আমাকে সমর্থন করেছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি।’
এমন রেকর্ড ভাঙায় মেসিকেও সবার ধন্যবাদ জানানো উচিত। তিনি যে ফুটবল খেলাটিরই অলঙ্কার!
Discussion about this post