ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের ফাইনালে খেলতে পারেননি মুশফিকুর রহিম। তবে ঘরে বসেই শুক্রবার এ তারকা দেখেন জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রামের মধ্যেকার রোমাঞ্চকর শিরোপা নির্ধারনী ম্যাচ। যা উপভোগ করেছেন তিনি। ম্যাচ শেষে অভিনন্দন জানাতে গিয়ে বেক্সিমকো ঢাকার এ অধিনায়ক বললেন- টুর্নামেন্টের সেরা অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
শুক্রবার চট্টগ্রামকে হারিয়ে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের শিরোপা জেতে খুলনা। এজন্য দলটির সদস্যদের অভিনন্দন জানিয়ে মুশফিক বলেন, ‘অসাধারণ ক্রিকেট। দুর্ভাগ্য যে আমি ফাইনাল খেলতে পারিনি। তবে শিরোপা জয়ের জন্য খুলনাকে অভিনন্দন। তারা চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য। বিশেষ অভিনন্দন দলের মালিক এনাম ভাই, কোচ বাবুল ভাই, দলের ম্যানেজার নাফিস ভাই এবং অবশ্যই টুর্নামেন্টের সেরা অধিনায়ক রিয়াদ ভাইকে!’
বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের পুরো আসনেই চোখ ধাঁধানো পারফরম্যান্স করে শীর্ষে থেকে প্লে-অফে জায়গা করে নেওয়া চট্টগ্রাম। যদিও প্রথম কোয়ালিফায়ার ও মহাগুরুত্বপূর্ণ ফাইনালে খুলনার কাছে হারের স্বাদ পায় দলটি। তবে মুশফিক দলটিকে প্রশংসাও করেছেন,‘চট্টগ্রামও ভালো খেলেছে। মিথুন ও তার ছেলেদের জন্যও প্রশংসা।’
শুক্রবার ফাইনালে চট্টগ্রামকে ৫ রানে হারিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা। জিতে নিয়েছে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের শিরোপা।
Discussion about this post