ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে করোনা পরবর্তী ক্রিকেটে ফিরতে চেয়েছিল বাংলাদেশ। কিন্তু শেষ অব্দি কোয়ারেন্টাইন নিয়ে জটিলতায় হয়নি সেই সিরিজ। স্বস্তির খবর নতুন বছরেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। যদিও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই সিরিজ কিছুটা ছোট হয়ে গেল।
টি-টুয়েন্টি বিশ্বকাপের বছরে বাংলাদেশের একটি টি-টুয়েন্টি সিরিজ বাদ হয়ে গেছে। ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরের নির্ধারিত সূচি বাদ পড়েছে একটি টেস্টও। করোনার কারণেই কিছুটা সংক্ষিপ্ত হয়েছে সিরিজ।
সব ঠিক থাকলে ১০ জানুয়ারি বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ দল। আইসিসির ভবিষ্যৎ সফর সূচি অনুযায়ী এই সিরিজে তিনটি করে টেস্ট ও ওয়ানডে, দুটি টি-টুয়েন্টি খেলার কথা। কিন্তু চূড়ান্ত সূচিতে দুই টেস্ট ও তিন ওয়ানডে থাকবে।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান গণমাধ্যমে জানান, ‘ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা লম্বা সময় আসতে চাইছিল না। কোভিড পরিস্থিতিতে ইতিমধ্যেই জৈব-সুরক্ষা বলয়ে দুটি সফরের পর ওরা চেয়েছিল সফরটা ছোট হোক। আমরা ওদের অনুরোধ রেখেছি। আমরা ২ টেস্ট ও ৩ ওয়ানডে রেখেছি।’
উইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে গত মার্চের পর বাংলাদেশে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। জৈব-সুরক্ষা বলয়ে সিরিজটি হবে ঢাকা ও চট্টগ্রামে।
ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ ২০ ও ২২ জানুয়ারি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। শুরুতেই ১৮ জানুয়ারি দলটি প্রস্তুতি হিসেবে একদিনের ম্যাচ খেলবে বিকেএসপিতে। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ ২৫ জানুয়ারি, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে।
২৮ থেকে ৩১ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজ চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে চট্টগ্রামের। এরপর জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু ৩ ফেব্রুয়ারি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু ১১ ফেব্রুয়ারি।
Discussion about this post