ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
তিনি বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের আইকন ক্রিকেটার। তবে অধিনায়ক নন, নির্ভার হয়ে খেলে ঠিকই সাফল্য আদায় করে নিচ্ছেন মুস্তাফিজুর রহমান। চট্টগ্রামের এই পেসারই বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের প্রথম পর্বের সেরা বোলার।
মুস্তাফিজুর রহমান একটি ম্যাচ খেলেননি। তারপরও সর্বোচ্চ উইকেট শিকারি। গাজী গ্রুপ চট্টগ্রামের বোলার ৭ ম্যাচে ৯.৭৫ গড়ে নিয়েছেন ১৬ উইকেট। বাঁহাতি পেসারের প্রতি ওভারে গড়ে রান দিয়েছেন মাত্র ৫.৭৪। জেমকন খুলনার বিপক্ষে প্রথম ম্যাচে ৩.৫ ওভার বোলিং মাত্র ৫ রানেই ৪ উইকেট নে মুস্তাফিজ। বুঝিয়ে দেন ২০ ওভারের ক্রিকেটে তিনিই দেশসেরা।
ফরচুন বরিশালের পেসার কামরুল ইসলাম ১৪ উইকেট নিয়ে রয়েছেন দুই নম্বরে। প্রথম পর্বে ইনিংসে ৫ উইকেট নেওয়া একমাত্র বোলার রবিউল ইসলাম।
এই টুর্নামন্টে দিয়েই ফিরেছেন সাকিব আল হাসান। শেষ হয়েছে তার এক বছরের নিষেধাজ্ঞা। তিনি ৮ ম্যাচে যদিও নিয়েছেন মাত্র ৫ উইকেট। যা এই স্পিনারের নামের পাশে ঠিক মানাচ্ছে না। তবে যারা কমপক্ষে ১০ ওভার বোলিং করেছেন, তাদের মধ্যে জেমকন খুলনার অলরাউন্ডারই সবচেয়ে কিপটে। সাকিব ওভারপ্রতি রান দিয়েছেন মাত্র ৫.৭৩ করে। ০.০১ রান বেশি খরচ করে ইকোনমিতে দ্বিতীয় সেরা সর্বোচ্চ উইকেটশিকারি মুস্তাফিজুর রহমান।
সবচেয়ে বেশি উইকেট (শীর্ষ পাঁচ)
উইকেট | বোলার | ওভার | সেরা | ইকো. | ৪ উইকেট |
---|---|---|---|---|---|
১৬ | মুস্তাফিজুর রহমান | ২৭.১ | ৪/৫ | ৫.৭৪ | ১ |
১৪ | কামরুল ইসলাম | ২৯. | ৪/২১ | ৮.৪৮ | ২ |
১৩ | শহীদুল ইসলাম | ২২.৫ | ৪/১৭ | ৭.৫৩ | ১ |
১৩ | মুক্তার আলী | ২৬. | ৪/৩৭ | ৯.১৯ | ১ |
১২ | রবিউল ইসলাম | ১৮.৩ | ৫/২৭ |
Discussion about this post