ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শেষের পথে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ। এখন শুধু প্লে অফ। এরপর ফাইনাল। নকআউট পর্বের রোমাঞ্চের জমে উঠবে এই টুর্নামেন্ট। প্রথম পর্বে উত্তেজনার কমতি ছিল না। শেষ দিকে এসে ব্যাটসম্যানরাও চার-ছক্কার ছন্দের দেখা পেয়েছেন।
পারভেজ হোসেন ইমনের মতো তরুণ ক্রিকেটাররাও ব্যাট হাতে ঝড় তুলছেন। ৪২ বলে সেঞ্চুরি করে দ্রুততম সেঞ্চুরির নতুন বাংলাদেশি রেকর্ড গড়েছেন পারভেজ। তবে ব্যাটিংয়ে সবচেয়ে বেশি রান ওপেনার লিটন দাসের।
প্রথম পর্বে সবচেয়ে বেশি রান গাজী গ্রুপ চট্টগ্রামের ওপেনার লিটনের। ৭ ম্যাচের সাত ইনিংসে ৩০৬ রান করেছেন লিটন। বেক্সিমকো ঢাকার বিপক্ষে ৩৩ বলে ৩৪ রানে শুরু। এরপর শুধুই নিজেকে ছাড়িয়ে গেছেন তিনি।
ওপেনিংয়ে লিটনের সঙ্গী সৌম্য সরকারও কম যাননি। ৮ ম্যাচে ২৫৩ রান করে শীর্ষ ব্যাটসম্যানদের তালিকার চার নম্বরে তিনি। ৭ ইনিংসে চারবার হাফসেঞ্চুরি ছাড়িয়েছেন তারা। নাজমুল হোসেন শান্তও বেশ রানে আছেন। শীর্ষ পাঁচের তিনে তিনি। ৩০২ রান ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবালের।
এদিকে বঙ্গবন্ধু টি-টুয়েন্টিতে এখন অব্দি ছক্কার রাজা নাজমুল হোসেন শান্ত। ২১টি ছক্কা মেরেছেন তিনি। এর ১১টিই বরিশালের বিপক্ষে সেঞ্চুরি করার পথে হাঁকিয়েছেন রাজশাহী অধিনায়ক। ছক্কায় তারপরই ঢাকার মোহাম্মদ নাঈম। ১৮টি ছক্কা তার।
সবচেয়ে বেশি রান (শীর্ষ ৫)
রান | ব্যাটসম্যান | ইনিংস | সর্বোচ্চ | স্ট্রাইকরেট |
---|---|---|---|---|
৩০৬ | লিটন দাস | ৭ | ৭৮* | ১২৫.৪ |
৩০২ | তামিম ইকবাল | ৮ | ৭৭* | ১১৯.৩৬ |
৩০১ | নাজমুল হোসেন | ৮ | ১০৯ | ১৫৬.৭৭ |
২৫৩ | সৌম্য সরকার | ৮ | ৬৩ | ১২৭.৭৭ |
২৪৩ | মোহাম্মদ নাঈম | ৮ | ১০৫ |
Discussion about this post