ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
নিশ্চিত হয়ে গেছে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের সেরা চার দল। বিদায় নিয়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। টানা ষষ্ঠ হারের পর ছিটকে গেছে দলটি। এবার ফাইনালে উঠার লড়াই। সোমবারই ফের মাঠে নামবে চার দল।
অবশ্য আগেই জানা গিয়েছিল কোন তিন দল খেলবে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের প্লে-অফ পর্বে। শনিবার লিগপর্বের শেষদিনে বেক্সিমকো ঢাকাকে হারিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে থেকে শেষ চারের টিকিট পেলো তামিম ইকবালের ফরচুন বরিশাল।
১৪ ডিসেম্বর সোমবার শুরু হবে সেরা চার দলকে নিয়ে প্লে-অফের লড়াই। মিরপুরের শেরেবাংলায় শিরোপার জন্য লড়বে গাজী গ্রুপ চট্টগ্রাম, জেমকন খুলনা, বেক্সিমকো ঢাকা ও ফরচুন বরিশাল।
সোমবার বেলা সাড়ে ১২টায় এলিমিনেটর লড়বে লিগপর্বের শেষ ম্যাচটি খেলা ঢাকা ও বরিশাল। এই ম্যাচের বিজিত দল বাদ পড়বে টুর্নামেন্ট থেকে। জয়ী দল অবশ্য পাবে না ফাইনালের টিকিট, অপেক্ষা করতে হবে ১৫ ডিসেম্বর হতে যাওয়া দ্বিতীয় কোয়ালিফায়ারের জন্য।
সোমবার সন্ধ্যায় প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মাঠে নামবে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানীয় দুই দল খুলনা ও চট্টগ্রাম। এ ম্যাচের জয়ী দল সরাসরি যাবে ফাইনালে। হেরে যাওয়া দল দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে ফাইনাল খেলার সুযোগ পাবে।
দেখে নিন প্লে-অফের সূচি-
এলিমিনেটর : বেক্সিমকো ঢাকা ও ফরচুন বরিশাল (১৪ ডিসেম্বর, বেলা সাড়ে ১২টা)
প্রথম কোয়ালিফায়ার : গাজী গ্রুপ চট্টগ্রাম ও জেমকন খুলনা (১৪ ডিসেম্বর, সন্ধ্যা সাড়ে ৫টা)
দ্বিতীয় কোয়ালিফায়ার : এলিমিনেটর জয়ী ও প্রথম কোয়ালিফায়ার বিজিত দল (১৫ ডিসেম্বর, বিকেল সাড়ে ৪টা)
ফাইনাল : প্রথম কোয়ালিফায়ার জয়ী ও দ্বিতীয় কোয়ালিফায়ার জয়ী (১৮ ডিসেম্বর, সন্ধ্যা ৬টা)
Discussion about this post