ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আগের দিন স্ট্রেচারে করে মাঠ ছেড়েছিলেন তিনি। আঁচ করা যাচ্ছিল এই ইনজুরি বেশ ভোগাবে তাকে। তবে স্বস্তির খবর খুব বেশিদিন মাঠের বাইরে থাকতে হচ্ছে না আবু জায়েদ রাহিকে। একইসঙ্গে দুঃসংবাদ হলো যে অল্প কয়েকদিন থাকতে হবে মাঠের বাইরে, তাতে আর খেলা হচ্ছে না বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে।
আবু জায়েদ চৌধুরির লম্বা সময় মাঠে বাইরে থাকতে হবে না। নব ঠিকঠাক মতো এগিয়ে গেলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজের আগে প্রস্তুতি পর্ব থেকেই দলের সঙ্গে থাকতে পারবেন এই পেসার।
গত মঙ্গলবার মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে বোলিংয়ের সময় ডেলিভারি স্ট্রাইডে লাফ দেওয়ার আগে রাহির বাঁ পায়ের পেশিতে টান লাগে। পায়ে হাত চেপে ধরে পড়ে যান। তারপর ব্যথায় কাবু আবু জায়েদ স্ট্রেচারে করে মাঠ ছাড়েন।
এরপরই বরিশাল দল থেকে জানানো হয়- আবু জায়েদের চোট গুরুতর নয়। তবে গভীরভাবে পরীক্ষার পর বুধবার বরিশালের ফিজিও জয় বিশ্বাস জানালেন, রাহির পেশিতে ‘ফার্স্ট ডিগ্রি টিয়ার’ হয়েছে। এ অবস্থায় ক্রিকেটে ফিরতে তার কমপক্ষে ১৫ দিন সময় লাগবে।
সামনের ১৮ ডিসেম্বর বঙ্গবন্ধু টি-টুয়েন্টির ফাইনাল। এ কারণেই রাহির টুর্নামেন্ট শেষ। তবে স্বস্তির এটাই আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য সিরিজে তাকে পাওয়া নিয়ে তেমন অনিশ্চয়তা নেই। ২৫ ডিসেম্বর থেকে শুরু হতে পারে বাংলাদেশ দলের ক্যাম্প। সেখানে যোগ দেওয়া নিয়েই এখন ভাবতে হবে আবু জায়েদকে।
টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো খেলার জন্য রাহির বদলে সালাউদ্দিন শাকিলকে দলে নিয়েছে বরিশাল। যিনি খেলেছেন ১৬টি প্রথম শ্রেণি, ১৯টি লিস্ট ‘এ’ ও ৫টি টি-টুয়েন্টি ম্যাচ। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফটে ‘ডি’ ক্যাটাগরিতে ছিলেন শাকিল।
বরিশাল দলের ম্যানেজার হাসিবুল হোসেন শান্ত জানান, ‘রাহির চোট ঠিক হতে ১০ থেকে ১৫ দিন লাগবে। এ অবস্থায় ওর বিকল্প একজনকে নিয়েছি। করোনা টেস্টে নেগেটিভ হলে ও চলে আসবে। শাকিল (সালাউদ্দিন) আমাদের হয়ে খেলবে।’
Discussion about this post