শুক্রবার আবুধাবীতে চতুর্থ ওয়ানডেতে পাকিস্তানকে ২৮ রানে হারিয়ে সিরিজ জিতে নিল দক্ষিণ আফ্রিকা।
৫ ম্যাচ ওয়ানডে সিরিজে প্রোটিয়ারা এগিয়ে আছে ৩-১ ব্যবধানে।
শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ৫ উইকেট হারিয়ে ২৬৬ রান করে দক্ষিণ আফ্রিকা। কুইনটন ডি ককের ব্যাট থেকে আসে ১১২ রানের দারুন এক ইনিংস। হাশিম আমলা করেন ৪৬।
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ডেল স্টেইনের বোলিং তোপের মুখে পড়ে। আর তাতেই ৪৯.২ ওভারে ২৩৮ রানে অলআউট হয়ে যায় ‘স্বাগতিকরা।’
১০ ওভারে ২৫ রানে ৫ উইকেট নেন স্টেইন। এটিই তার ওয়ানডে ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার। আগের সেরা বোলিং ছিল ২০১১ সালে ভারতের বিপক্ষে, ৫/৫০।
পাকিস্তানের ৬৫ রান আসে মিসবাহ উল হকের ব্যাট থেকে।
সিরিজের ৫ম ও শেষ ম্যাচ হবে সোমবার, শারজায়।
সংক্ষিপ্ত স্কোর-
দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ২৬৬/৫ (কক ১১২, আমলা ৪৬, ভিলিয়ার্স ৩০, ডুমিনি ২৫*, ম্যাকলারেন ২৮*; হাফিজ ২/৩৪, জুনায়েদ ২/৪২)
পাকিস্তান: ৪৯.২ ওভারে ২৩৮/১০ (শেহজাদ ৪৩, হাফিজ ৩৩, মাকসুদ ৫৬, মিসবাহ ৬৫, তানভীর ১, উমর আকমল ২২; স্টেইন ৫/২৫)
ফল: দক্ষিণ আফ্রিকা ২৮ রানে জয়ী
ম্যাচসেরা: ডেল স্টেইন
http://youtu.be/scxA4KGAh8k
Discussion about this post