রীতিমতো ঘটনাবহুল এক ম্যাচ। যেখানে নায়ক হতে পারতেন নাজমুল হোসেন শান্ত। আবার হ্যাটট্রিক করে আলোচনায় থাকতে পারতেন কামরুল ইসলাম রাব্বি। কিন্তু তাদের ছাপিয়ে শতরান করে আলোচনায় পারভেজ হোসেন ইমন। যিনি করেছেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দ্রুততম হাফসেঞ্চুরি। ৪২ বলে শতরান।
তবে রাব্বির জন্যও মনে রাখার মতো হবে মঙ্গলবারের বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের ম্যাচটি। হ্যাটট্রিকসহ এক ওভারে ৪ উইকেট নিয়েছেন বরিশালের এ পেসার।
মঙ্গলবার মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে ম্যাচে এই কীর্তি গড়েন কামরুল ইসলাম রাব্বি। ইনিংসের শেষ ওভারে টানা তিন বলে ফেরান নুরুল হাসান সোহান, সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত ও ও ফরহাদ রেজাকে। এক বল পরেফেরান মোহাম্মদ সাইফ উদ্দিনকে।
অথচ হ্যাটট্রিকের আগে ৩ ওভারে ৩৯ রান দেন কামরুল। এরপর শেষ ওভারে চমক এই পেসারের।
২০ ওভারের ক্রিকেটে হ্যাটট্রিক করা বাংলাদেশের চতুর্থ বোলার কামরুল। আল আমিনের হ্যাটট্রিক দুটি।
২০১৩ সালে বিজয় দিবস টি-টোয়েন্টিতে আল আমিন টানা চার বলে নেন উইকেট। সেই ওভারে তার শিকার সংখ্যা ৫টি।
আল আমিন পরের হ্যাটট্রিক করেন ২০১৫ সালে বিপিএলে। বাংলাদেশের প্রথম স্পিনার হিসেবে হ্যাটট্রিক করেন আলিস আল ইসলাম, ২০১৯ সালের বিপিএলে। গত বছর প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টিতে হ্যাটট্রিক করেন পেসার মানিক খান। এবার সেই তালিকায় নাম লেখালেন রাব্বি!
বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে মঙ্গলবার রান বন্যার ম্যাচে রান তাড়ার রেকর্ড গড়ে ফরচুন গ্রুপ বরিশাল। মিনিস্টার গ্রুপ রাজশাহীর ২২০ রান পেছনে ফেলে ফরচুন গ্রুপ বরিশাল জিতে ৮ উইকেটে।
Discussion about this post