ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
গত সপ্তাহে জেমকন খুলনার বিপক্ষে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামের হয়ে ফিল্ডিং করার সময় ডান হাতের তর্জনীতে আঘাত পান মুমিনুল হক। স্ক্যানিংয়ে তার আঙ্গুলে গুরুতর ফাটল ধরা পড়ে। যা দেখে চিকিৎসকরা দ্রুত অপারেশনের কথা বলেন। বাংলাদেশ টেস্ট অধিনায়কও চাইছেন দ্রুত সেরে অস্ত্রোপচার করাতে। এজন্য আজ তিনি দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন।
দুবাই পৌঁছে বুধবার চিকিৎসকের সঙ্গে দেখা করবেন মুমিনুল হক। এরপরই অপারেশনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। দুবাইয়ের বুরজিল হাসপাতালে হবে মুমিনুলের আঙুলের অস্ত্রোপচার।
যে ধরণের চোটে মুমিনুল পড়েছেন সেরে উঠতে লাগবে কমপক্ষে চার থেকে ছয় সপ্তাহ লাগতে পারে বলে মনে করেন চট্টগ্রামের ফিজিও মোহাম্মদ এনামুল হক।
Discussion about this post