ক্রিকবিডি২৪.ডটকম
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের শুরুতে দল পাননি মাশরাফি বিন মর্তুজা। তবে টুর্নামেন্টের মাঝপথে তাকে নিয়ে রীতিমত কাড়াকাড়ি শুরু হয়েছে দলগুলোর মধ্যে। তার আগে অবশ্য এ তারকাকে দিতে হয়েছে ফিটনেস টেস্ট। সেখানে ভালোভাবেই পাশ মার্ক তুলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। ফলে টুর্নামেন্টে অংশ নিতে আর কোনো বাধা নেই তার।
মাশরাফির ফিটনেস টেস্টে উত্তীর্ণ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির ফিটনেস ট্রেনার তুষার কান্তি হাওলাদার। এ ব্যাপারে তিনি বলেন, ‘মাশরাফি আজ সকালে ফিটনেস টেস্ট দিয়েছিলেন। সে টেস্টে পাশ করেছে। এখন বঙ্গবন্ধু টুর্নামেন্টে সে খেলতে পারবে। তবে কী প্রক্রিয়ায় খেলবে, সেটা বোর্ড নির্ধারণ করবে।’
মাশরাফি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেললে তিনি কোন দলে যোগ দেবেন তা হয়তো নির্ধারণ করা হবে লটারির মাধ্যমে। তবে মাশরাফিকে পেতে ইতোমধ্যে কয়েকটি দল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আগ্রহ প্রকাশ করেছে। এখন দেখার বিষয় কোন দল তাকে টানে।
দীর্ঘ ১০ মাস পর খেলতে নামবেন মাশরাফি। ঠিক কতটা ফিট দেখলেন? তুষার জানালেন, ‘যথেষ্ট ভালো মানে হয়েছে। ম্যাচ ফিটনেস তো ভিন্ন কিছু। আমার মনে হয়েছে কোনও সমস্যা নেই। যদিও মাশরাফি কী প্রক্রিয়ার খেলবে, সেটি বোর্ড নির্ধারণ করবে।’
সব শেষবার মাশরাফি মাঠের ক্রিকেট খেলেছেন গত মার্চে। দীর্ঘদিন পর এবার তাকে চেনা পরিবেশে দেখতে উদগ্রীব হয়ে আছেন ভক্তরা।
Discussion about this post