ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ইনজুরি মামুলি নয়, সেটা আগেই জানা গিয়েছিল। শেষ হয়ে গেছে মুমিনুল হকের বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ। সহসাই ডানহাতের বৃদ্ধাঙ্গুলির ইনজুরি থেকে মুক্তি মিলছে না। বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ককে অস্ত্রোপচার করাতে হবে।
এ কারণে দুবাইয়ে যাবেন মুমিনুল হক। সব ঠিক থাকলে ৮ ডিসেম্বর সেখানে এই তারকা ক্রিকেটার অস্ত্রোপচার হবে। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী এই তথ্য দিলেন গণমাধ্যমে।
যদিও বিসিবি অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডে পাঠাতে চেয়েছিল মুমিনুল হককে। কিন্তু করোনার সময়ে সীমান্ত অতিক্রমের ঝামেলা আর কোয়ারেন্টাইন বিধিনিষেধ কড়াকাড়ির জন্য সেই পথে যাচ্ছে না। দুবাইয়ে কোয়ারেন্টাইন নীতিমালা সহজ হওয়ায় সেখানেই দ্রুত পাঠানো হচ্ছে মুমিনুলকে।
৬ ডিসেম্বর মুমিনুল ভিসা পেলে সেদিনই ঢাকা ছাড়বেন তিনি। তার একদিন পরই অস্ত্রোপচার।
এইতো গত শনিবার খুলনার বিপক্ষে ম্যাচে সীমানায় ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন মুমিনুল। এরপর গত রোববার স্ক্যান করানোর পর চিড় ধরা পড়ে। বিসিবি মুমিনুলকে নিয়ে এ অবস্থায় ঝুঁকি নিতে চায় না। জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে তাকে চাইছে বোর্ড।
Discussion about this post