ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ক্রিকেট খেলাটা তাদের কাছে নিছক একটা খেলা নয়। রীতিমতো প্যাশন। করোনাভাইরাসের এই অতিমারিতেও সেটা ভাল করে বুঝিয়ে দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। শঙ্কা উড়িয়ে ইংল্যান্ডে পুরুষ ও নারী ক্রিকেট দল পাঠিয়েছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড। তার পথ ধরেই এ বছর মেরিলিবোন ক্রিকেট ক্লাব বা এমসিসির ‘স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কার জিতেছে ওয়েস্ট ইন্ডিজ।
এই সুখবরটি উইন্ডিজকে দিয়েছে ক্রিকেটের আইনকানুনের অভিভাবক সংস্থা এমসিসি।
এইতো গত জুনে যখন করোনা মহামারি তুঙ্গে থকন ‘জৈব-সুরক্ষা’ বলয়ে থেকে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। সবাই যখন করোনার কারণে গৃহবন্ধী তখন সাহসিকতা দেখিয়ে আন্তর্জাতিক ক্রিকেট মাঠে ফিরিয়েছে উইন্ডিজ।
এরপর ভারত ও দক্ষিণ আফ্রিকার ইংল্যান্ড সফর বাতিলের গত সেপ্টেম্বরে দেশটিতে টি-টুয়েন্টি সিরিজ খেলেছে ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দল। এমন সাহসিকতার জন্য গত অক্টোবরে ক্রিকেট রাইটার্স ক্লাবের পক্ষ থেকে এমনই পুরস্কার পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।
এমসিসি প্রেসিডেন্ট কুমার সাঙ্গাকারা জানাচ্ছিলেন, ‘এক বছরের মধ্যে যখন ক্রিকেট আমাদের মনে স্বস্তি এনেছে। এর পেছনে অবদান পুরোপুরি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ও তাদের ছেলে ও মেয়েদের দল। ইংল্যান্ড সফর করার মতো সাহসী সিদ্ধান্ত নেওয়ার স্বীকৃতি তাদের দিতেই হবে।’
Discussion about this post