ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আঙুলের চোটে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ থেকে ছিটকে গেছেন মুমিনুল হক। জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু থেকে খেলতে পারবেন কিনা টেস্ট অধিনায়ক, সেটি নিয়েও আছে শঙ্কা। সুস্থ হতে তাকে যেতে হতে পারে ছুরি-কাঁচির নিচে। অস্ত্রোপচার। এমনটাই জানিয়েছেন বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
মুমিনুলের চোট থেকে সুস্থ হওয়া প্রসঙ্গে সোমবার বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী বললেন, ‘মুমিনুলের অপারেশন লাগবে মনে হচ্ছে। অপারেশন তাড়াতাড়ি করানোই ভালো।’
মুমিনুল ডান হাতের তর্জনীতে যে ধরনের চোট পেয়েছেন, এমনিতেই চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতো তাকে। অপারেশনের কারণে ফেরার অপেক্ষা আরও বাড়তে পারে। যে কারণে দেবাশীষ দেশেই অস্ত্রোপচারের পক্ষে। এ নিয়ে তিনি বলেন, ‘বিদেশ পাঠালে ভিসার ব্যাপার আছে, কোয়ারেন্টাইনের ব্যাপার আছে। এটা নিয়েই কথা বলছি। এই টুর্নামেন্ট (বঙ্গবন্ধু কাপ) খেলতে পারছে না এটা নিশ্চিত। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে এত তাড়াতাড়ি মন্তব্য করা ঠিক হবে না।’
এরআগে গত শনিবার দুপুরের ম্যাচে ফিল্ডিং করার সময় ডান হাতের তর্জনীতে চোট পান গাজী গ্রুপ চট্টগ্রামের মুমিনুল। খুব বেশি ব্যথা না থাকায় পরে ব্যাটিংও করেন। রোববার আঙুল ফুলে ওঠে। ধীরে ধীরে বাড়তে থাকে ব্যথাও। এক্স-রে করে দেখা যায় আঙুলে চিড় ধরেছে। সোমবার অ্যাপোলোর বিশেষজ্ঞ চিকিৎসকরা দেখে জানান করাতে হবে অস্ত্রোপচার।
Discussion about this post