ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়ক বাবর আজমের বিরুদ্ধে এবার যৌন নির্যাতন ও অর্থ লোপাটের গুরুতর অভিযোগ তুলেছেন এক পাকিস্তানি নারী। দশ বছর প্রেমের পর বাবর তাকে প্রত্যাখ্যান করেছেন বলে অভিযোগ করেছেন হামিজা মুখতার নামের ঐ তরুণী।
শনিবার লাহোরে এক সংবাদ সম্মেলনে হামিজা জানিয়েছেন, বাবর আজম অনেক আগে থেকেই তার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। প্রায় ১০ বছর ধরে তাদের এই সম্পর্ক চলছিল। এই সময়ের মধ্যে তাদের শারীরিক সম্পর্কও হয়েছে। বিয়ের মিথ্যা প্রতিশ্রুতিও দিয়েছিলেন।
হামিজা আরও জানান, বাবর আজম ছিলেন তার স্কুলের বন্ধু। তারা একসঙ্গেই পড়াশোনা করতেন। সেখান থেকেই তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। ২০১০ সালে রামিজাকে বিয়ে করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন বাবর। শুধু তাই নয়, কোর্টে বিয়ে করবেন বলে তারা দু’জন নাকি পালিয়েও গিয়েছিলেন।
বিউটি পার্লারের আয় দিয়ে বাবরের পেছনে অনেক টাকা খরচ করেছেন হাফিজা। দশ বছরে বাবর তার কাছ থেকে প্রায় এক কোটি পাকিস্তানি রুপি নিয়েছেন। কিন্তু এখনো এক রুপিও ফেরত দেননি বলে অভিযোগ করেন ঐ তরুণী।
হাফিজা আরও অভিযোগ করেন, পাকিস্তান জাতীয় দলের হয়ে খেলার সময় তারকাখ্যাতি পান বাবর। এরপর থেকেই হামিজাকে আর পাত্তা দেননি তিনি। বিয়েও করেননি। এসব ব্যাপার নিয়ে পুলিশের কাছে অভিযোগ করেছেন হামিজা। এজন্য বাবর নাকি তাকে হত্যার হুমকি পর্যন্ত দিয়েছিলেন এবং শারীরিকভাবে নির্যাতনও করেছিলেন।
পাকিস্তানি সাংবাদিক সাজ সাদিক টুইটারে ওই নারীর প্রেস কনফারেন্সের ভিডিও পোস্ট করেছেন। মূলত এরপরই ব্যাপারটি নিয়ে পাকিস্তান ক্রিকেটে শুরু হয়েছে তোলপাড়।
Discussion about this post