ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ম্যাচটা হয়ে থাকল মেহেদি হাসানের। ব্যাট হাতে শুরুতে দুর্দান্ত ফিফটি। এরপর বল হাতে প্রতিপক্ষের দাপুটে ক্রিকেট থামিয়ে দলকে এনে দিলেন দারুণ এক জয়। মঙ্গলবার বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের উদ্বোধনী ম্যাচে ঢাকাকে হারিয়েছে রাজশাহী।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উত্তেজনা ছড়ানো ম্যাচে ২ রানে জিতেছে মিনিস্টার গ্রুপ রাজশাহী।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে টস হেরে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৯ রান করে রাজশাহী। এরপর জবাবে নেমে ৫ উইকেটে ১৬৭ রানে আটকে যায় বেক্সিমকো ঢাকা।
ম্যাচের শেষটা ছিল উত্তেজনায় মোড়ানো। জয়ের জন্য শেষ ওভারে ঢাকার চাই ৯ রান। দুর্দান্ত খেলতে মুক্তার আলি ছিলেন স্ট্রাইকে। আগের ওভারেই যিনি তিন ছক্কা হাঁকিয়ে উড়ছিলেন। ঠিক তখনই বল হাতে নিয়ে পেসার মেহেদি দিলেন মাত্র ৬ রান। বিস্ময়কর তো বটেই।
এর আগে ব্যাট হাতেও নিজেকে চিনিয়েছেন মেহেদী। ৩ চার ও ৪ ছক্কায় ৩২ বলে ৫০ রান করেন তিনি। সঙ্গে নুরুল হাসান সোহানেরও ছিল দাপট। ৩ ছক্কায় ২০ বলে ৩৯ করেন এই ব্যাটসম্যান। তবে ম্যাচের সেরা অলরাউন্ডার মেহেদি হাসানই।
ম্যাচ জয়ের নায়ক ছিলেন দারুণ আত্মবিশ্বাসী। মেহেদি বলছিলেন, ‘আমার অনেক বিশ্বাস ছিল। তাছাড়া অধিনায়কের অনেক বিশ্বাস ছিল। সেই আস্থা থেকেই আমাকে বোলিং দিয়েছেন। দলের অন্যরাও সবাই আমাকে বিশ্বাস করছিল। বিশ্বাসের জন্যই আমি যেটা করতে চেয়েছিলাম, সেটা হয়ে গেছে।’
এই সাফল্যের পথ ধরে সেরাও হয়ে গেলেন। মেহেদী প্রতিক্রিয়া বলেন, ‘সবসময়ই ম্যাচসেরা হলে অসাধারণ লাগে। আমার ক্ষেত্রেও একই। ব্যাটিং-বোলিং দুটিতেই দলে অবদান রাখতে পেরে ভাগ্যবান মনে করছি নিজেকে।
সংক্ষিপ্ত স্কোর-
মিনিস্টার গ্রুপ রাজশাহী: ২০ ওভারে ১৬৯/৯ (শান্ত ১৭, ইমন ৩৫, রনি ৬, আশরাফুল ৫, ফজলে রাব্বি ০, সোহান ৩৯, মেহেদি ৫০, ফরহাদ ১১*, সানি ০, মুকিদুল ০, ইবাদত ২*; রুবেল ৪-০-২৯-০, মেহেদি রানা ৪-০-৩১-১, নাসুম ৪-০-৪১-১, মুক্তার ৪-০-২২-৩, নাঈম ৩-০-৩২-১, সাব্বির ১-০-১১-০)।
বেক্সিমকো ঢাকা: ২০ ওভারে ১৬৭/৫ (তানজিদ ১৮, ইয়াসির ৯, নাঈম ২৬, মুশফিক ৪১, আকবর ৩৪, সাব্বির ৫*, মুক্তার ২৭*; মেহেদি ৪-০-২২-১, ইবাদত ৪-০-৩৬-১, মুকিদুল ৪-০-৩৫-০, সানি ৪-০-৩৮-১, রেজা ৪-০-৩৩-১)
ফল: মিনিস্টার গ্রুপ রাজশাহী ২ রানে জয়ী
ম্যাচসেরা: মেহেদি হাসান
Discussion about this post