ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যেকার টেস্ট সিরিজ। কিন্তু তার আগেই মঙ্গলবার বড় ধাক্কা খেল ভারত। কেননা এ সিরিজের প্রথম ২ ম্যাচে দলটি পাচ্ছে না রোহিত শর্মা এবং ইশান্ত শর্মাকে।
বেঙ্গালুরুতে জাতীয় একাডেমিতে চোট সারানোর জন্য অনুশীলন করছিলেন রোহিত শর্মা এবং পেস বোলার ইশান্ত শর্মা। রাহুল দ্রাবিড়ের তত্তবধানে থাকা এই দুই ক্রিকেটার আপাতত উড়ে যেতে পারছেন না অস্ট্রেলিয়ায়। এখনও চার সপ্তাহ সময় লাগবে ইশান্তের পুরোপুরি ফিট হতে। ডিসেম্বরের শুরুতে তকে অস্ট্রেলিয়া পাঠানো হলেও, থাকতে হবে ১৪ দিনের কোয়ারান্টিনে। তবে ইশান্ত পুরোপুরি সুস্থ কি না তা বোঝা যাবে অনুশীলন ম্যাচ খেলার পরেই।
রোহিতকে অস্ট্রেলিয়া পাঠানো হতে পারে ৮ ডিসেম্বর। তাকেও থাকতে হবে কোয়ারান্টিনে। এই দুই ভারতীয় ক্রিকেটার কোয়ারান্টিনে থাকাকালীন অন্য প্লেয়ারদের সঙ্গে অনুশীলন করার সুযোগও পাবেন না কারণ তারা বেঙ্গালুরুতে জৈব সুরক্ষা বলয়ের (বায়ো-সিকিওর বাবল) মধ্যে নেই।
এক বিসিসিআই কর্মকর্তার মতে, রোহিত গোটা টেস্ট সিরিজটাই খেলতে পারতেন যদি সরাসরি দলের সঙ্গে আইপিএল-এর পরেই দলের সঙ্গে অস্ট্রেলিয়া চলে যেতেন। রোহিতের পুরো ফিট হতে এখনও ২ সপ্তাহ লাগবে বলে মনে করা হচ্ছে।
এদিকে অজি সফরের প্রথম টেস্টের পর থাকবেন না বিরাট কোহালি। সেই সময় রোহিতের কাঁধেই থাকত বড় দায়িত্ব। কিন্তু দ্বিতীয় টেস্টে রোহিত এবং কোহালি দু’জনের কেউ থাকবেন না। ভারতীয় দলের ব্যাটিং শক্তি যে বড় আঘাত পেতে চলেছে তা বলাই যায়। বিসিসিআই সুত্রে এখনও না জানালেও, মনে হচ্ছে শ্রেয়স আইয়ারকে দলের সঙ্গে রেখে দেওয়া হতে পারে টেস্ট সিরিজের জন্য।
Discussion about this post