ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আসছে ২৪ নভেম্বর শুরু বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ। তার আগে টুর্নামেন্টকে ঘিরে উন্মাদনা শুরু হয়ে গেছে। ঘোষণা করা হয়েছে পাঁচ দলের অধিনায়ক। দলও চূড়ান্ত। এরমধ্যে শুক্রবার শুরু মুশফিকুর রহিম-সাকিব আল হাসানদের করোনাভাইরাস পরীক্ষা।
টুর্নামেন্টের পাঁচ দলের ক্রিকেটার, টিম অফিসিয়াল, কোচিং স্টাফ, গ্রাউন্ডসম্যান ও হোটেল কর্মীসহ প্রায় ২৫০ জনের করোনা পরীক্ষা করাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার পরীক্ষায় যারা নেগেটিভ হবেন, তারাই শনিবার থেকে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে প্রবেশ করবেন। টুর্নামেন্ট চলাকালীন সময়ে সুরক্ষা বলয়েই থাকবেন সবাই।
নেগেটিভ ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্ট জৈব সুরক্ষা বলয়ে থাকবে হোটেলে। ভেন্যু শেরেবাংলা স্টেডিয়ামের গ্রাউন্ডসকর্মীরা থাকবেন মিরপুর ক্রীড়া পল্লীতে। মিরপুর ক্রিকেট একাডেমি ভবনে থাকছে আইসোলেশন সেন্টার। টুর্নামেন্ট চলাকালীন কেউ করোনায় আক্রান্ত হলে দ্রুত সেই সেন্টারে নেওয়া হবে। এরইমধ্যে প্রস্তুত রাখা হয়েছে সেই সেন্টার।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী গণমাধ্যমে বলেন, ‘শুক্রবার ক্রিকেটার, কোচিং স্টাফ, টিম ম্যানেজমেন্ট, হোটেল কর্তৃপক্ষ মোট ২৫০ জনের বেশি টেস্ট হবে। আশা করছি ওয়ানডে টুর্নামেন্টের মতো এখানেও আমরা জৈব সুরক্ষা বলয় তৈরি করে রাখতে পারবো। সবকিছু ঠিকঠাক মতো হবে।’
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী আরও বলেন, ‘তিন গ্রুপে ভাগ করে ২০ তারিখ থেকে করোনা পরীক্ষা শুরু করবো। ‘এ’ গ্রুপে থাকবেন ক্রিকেটাররা। ‘বি’ গ্রুপে কোচিং স্টাফ, ট্রেনার, ম্যাচ অফিসিয়াল, আম্পায়ার, ব্রডকাস্টার। ‘সি’ গ্রুপে আমরা রাখবো গ্রাউন্ডম্যান, ক্রিকেটারদের হোটেল স্টাফ ও ড্রাইভারদের। ক্রিকেটাররা বা দলগুলো থাকবে এক হোটেলে। আরেক হোটেলে থাকবে ব্রডকাস্টার, ম্যাচ অফিসিয়ালারা। গ্রাউন্ডসম্যানদের ক্রীড়া পল্লিতে থাকার ব্যবস্থা করা হচ্ছে।’
পাকিস্তান সুপার লিগ খেলে বুধবার রাতে দেশে ফিরেছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। এখন তিনি বাসায় আইসোলেশনে রয়েছেন। বিশেষ ব্যবস্থায় তামিমের টেস্টের নমুনা সংগ্রহ করা হবে। পরীক্ষার ফল নেগেটিভ এলেই দলের সঙ্গে যোগ দিতে পারবেন এই তারকা ক্রিকেটার।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে অংশ নিচ্ছে ৫ বিভাগীয় দল- বেক্সিমকো ঢাকা, জেমকন খুলনা, ফরচুন বরিশাল, গাজী গ্রুপ চট্টগ্রাম ও মিনিস্টার গ্রুপ রাজশাহী।
Discussion about this post