ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দেশের ক্রিকেটে টি-টুয়েন্টি অধিনায়ক তিনিই। তারওপর তো আস্থা রাখা যেতেই পারে। বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে সেই মাহমুদউল্লাহ রিয়াদকেই অধিনায়ক করেছে জেমকন খুলনা। মঙ্গলবার তাকে অধিনায়ক করার খবরটি নিশ্চিত করেন জেমকন স্পোর্টসের ব্যবস্থাপনা পরিচালক কাজী ইনাম আহমেদ।
এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুলনা টাইটানসের নেতৃত্বে ছিলেন রিয়াদ। মঙ্গলবার করোনা মুক্তির খবরের দিনে এই সুখবরটাও পেলেন। ২৪ নভেম্বর উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা লড়বে ফরচুন বরিশালের সঙ্গে।
এবার ড্রাফটে দারুণ দল গড়েছে খুলনা। ‘এ’ ক্যাটগারিতে থাকা মাহমুদউল্লাহকে ছাড়াও দলে নিয়েছে তারকা অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদকে। মোট ১ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে এবার দল গড়েছে খুলনা।
মাহমুদউল্লাহকে অধিনায়কত্ব করে জেমকন স্পোর্টসের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘জেমকন খুলনা বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে অংশ নিতে পেরে ভীষণ আনন্দিত। সাকিব ও মাহমুদউল্লাহকে একসঙ্গে পেয়েও আমরা খুব রোমাঞ্চিত। বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ জেমকন খুলনা দলকে নেতৃত্ব দেবেন।’
আবার নেতৃত্ব পেয়ে খুশি মাহমুদউল্লাহ রিয়াদও। তিনি বলেন, ‘আমার উপর আস্থা রাখার জন্য জেমকন খুলনার কর্ণধার কাজী ইনাম আহমেদ ও টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাই। বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে জেমকন খুলনার নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ।’
জেমকন খুলনার দল-
সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, আল আমিন হোসেন, এনামুল হক, শামীম হোসেন, আরিফুল হক, শফিউল ইসলাম, শুভাগত হোম, শহিদুল ইসলাম, রিশাদ হোসেন, নাজমুল ইসলাম, জাকির হাসান, সালমান হোসেন ও জহুরুল ইসলাম।
Discussion about this post