ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনাভাইরাসের কারণে ঘরের মাঠে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ত্রয়োদশ আসর আয়োজন করতে পারেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শেষ পর্যন্ত এ টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরাতের মাঠে অনুষ্ঠিত। সফলভাবে শেষও হয়েছে। এজন্য আরব আমিরাত ক্রিকেট বোর্ডকে ১৪ মিলিয়ন ডলার দিয়েছে বিসিসিআই। যার পরিমাণ প্রায় ১১৮ কোটি টাকা। এমন খবরই দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
এ বছর আইপিএল না হলে বিসিসিআই ক্ষতি হত প্রায় ৪ হাজার কোটি টাকা। কিন্তু মুরুর দেশে আইপিএল হওয়ায় ক্ষতির মুখ থেকে বেঁচে যায় সংস্থাটি।
চলতি বছরের এপ্রিল-মে মাসে ভারতের বুকে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। করোনার ফলে সেই আয়োজন করা সম্ভব হয়নি। তারপর সেপ্টেম্বর মাসে আরব আমিরশাহির বুকে সেই টুর্নামেন্টের আয়োজন করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। দর্শকশূন্যভাবে হলেও ব্যবস্থাপনার দিক থেকে কোনো কসুর করেনি এমিরেটস ক্রিকেট বোর্ড।
৫৩ দিনের আইপিএলের মহারন শেষ হয়েছে ১০ নভেম্বর। দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে ফাইনাল জিতে নিজেদের পঞ্চম শিরোপা নিশ্চিত করে মুম্বাই।
Discussion about this post