ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনাভাইরাসের কারণে বিশ্ব ক্রীড়াঙ্গন পড়েছে বড় ধরণের ক্ষতির মুখে। এরই মধ্যে অনেক দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত হয়ে আছে। যে কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। আর তাই পরিবর্তন আসছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়মে।
করোনার কারণে টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম বদলাতে বাধ্য হচ্ছে আইসিসি। এর আগে নিয়ম ছিল প্রতিটি দলের ৬টি করে সিরিজ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল ফাইনাল খেলবে।
আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী ২০২১ সালের ১৪ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজন করার কথা রয়েছে। করোনাভাইরাসের কারণে খেলা বন্ধ থাকায় এই সময়ের মধ্যে প্রতি দলের ৬টি সিরিজ আয়োজন করা সম্ভব হবে না। এ কারণে পয়েন্টের বদলে পয়েন্টের হার শতাংশ হিসেব করে ফাইনালিস্ট দুই দল বাছাই করা হতে পারে বলে জানা গেছে।
নির্ধারিত সময়ের মধ্যে অংশগ্রহণকারী দলগুলো যে কয়টি সিরিজ খেলতে পারবে সেই পয়েন্টের শতাংশের ভিত্তিতেই নির্ধারণ করা হবে দুই ফাইনালিস্ট। তবে এই পরিবর্তিত নিয়ম এখন পর্যন্ত প্রস্তাবিত পর্যায়েই রয়েছে। আইসিসির চিফ এক্সিকিউটি কমিটির সভায় এ নিয়মের ব্যাপারে আলোচনা-পর্যালোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গেছে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে এখন পর্যন্ত রাজত্ব করছে ভারত। বিরাট কোহলির দলের সংগ্রহ ৩৬০ পয়েন্ট। এর রয়েছে অস্ট্রেলিয়া। দলটির সংগ্রহ ২৯৬ পয়েন্ট। আর ইংল্যান্ড ২৯২ পয়েন্ট নিয়ে রয়েছে তিনে। ১৮০ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে নিউজিল্যান্ড। বাংলাদেশ আছে ০ পয়েন্ট নিয়ে টেবিলের তলানির জায়গায়।
Discussion about this post