ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এইতো শুক্রবার বঙ্গবন্ধু স্টেডিয়ামের গ্যালারি উপচে উঠেছিল দর্শকে। নেপালের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে আনন্দে মেতেছেন ফুটবলপ্রেমীরা। অনেকের মনে করছিলেন এবার হয়তো ক্রিকেট মাঠে ফিরবে দর্শক।
কিন্তু ২৪ নভেম্বর শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে দর্শকশূন্য মাঠেই হবে খেলা।
করোনার সংক্রমণের সময়ে বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমে বলেন, ‘জানি এটা আবেগের ব্যাপার। অনেকদিন পর ফুটবল খেলা শুরু হয়েছে আর সেখানে দর্শক এসেছে। কিন্তু দর্শক ও বাকি সবার কথা চিন্তা করেই দর্শক অ্যালাউ করব না আমরা। দর্শকশূন্য মাঠ থাকবে-এটাই আমাদের পরিকল্পনা।
এর আগে অক্টোবরে তিন দলের বিসিবি প্রেসিডেন্ট’স কাপ ওয়ানডেতেও খেলা হয়েছে দর্শক শূণ্য গ্যালারিতে।
করোনা সংক্রমণ থেকে বাঁচতে ক্রিকেটার ও সংশ্লিষ্টদের হোটেলে রেখে জৈব-সুরক্ষা বলয় তৈরি করে আয়োজন করা হবে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ। কোভিড পরীক্ষায় নেগেটিভ হলেই ২০ নভেম্বর নাগাদ ক্রিকেটাররা হোটেলে উঠবেন।
জাতীয় দলের দুই সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ ও মুমিনুল হক এবং জাতীয় নির্বাচক হাবিবুল বাশার আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন। নেগেটিভ হলেই তারা মাঠে প্রবেশের অনুমতি পাবেন।
৫ দলের বঙ্গবন্ধু কাপের প্রথম ম্যাচে লড়বে বেক্সিমকো ঢাকা ও মিনিস্টার গ্রুপ রাজশাহী। ২৪ ম্যাচের প্রতিটিই হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।
Discussion about this post