ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
যেকোন প্রতিযোগিতামূলক ক্রিকেটে সবশেষবার মাশরাফি বিন মর্তুজা খেলেছিলেন গত মার্চে। তবে লম্বা সময় পর চলতি মাসে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি টুর্নামেন্ট দিয়ে ক্রিকেটে ফিরতে বদ্ধপরিকর ছিলেন এ তারকা। কিন্তু গত ১৬ অক্টোবর সিটি ক্লাব মাঠে তিনি ব্যক্তিগত অনুশীলনে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন। স্ক্যান করার জন্য বিসিবির চিকিৎসক ও ফিজিওর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছিল মাশরাফিকে। তবে তার মেয়ে হুমায়রা মুর্তজা ও ছেলে সাহেল মুর্তজা করোনায় আক্রান্ত হওয়ায় তিনি কোয়ারেন্টিনে আছেন। স্বাভাবিকভাবেই সোমবার থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিটনেস টেস্টে বসতে পারছেন না সাবেক এ অধিনায়ক।
সংস্থাটির অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, পুরোপুরি ফিট না থাকায় ফিটনেস পরীক্ষায় অংশ নিতে পারবেন না মাশরাফি। বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।
বঙ্গবন্ধু টি-টুয়েন্টি টুর্নামেন্টের জন্য প্লেয়ার ড্রাফট থাকা খেলোয়াড়দের জন্য বাধ্যতামূলক ফিটনেস পরীক্ষার ব্যবস্থা করছে বিসিবি। যা শুরু হবে সোমবার বিসিবিতে।
এই টুর্নামেন্টের জন্য সাকিবসহ ১১৩জন ক্রিকেটারের ফিটনেস পরীক্ষা হবে আগামী সোম ও মঙ্গলবার। সেই তালিকায় মাশরাফির নাম ছিল না। আকরাম বলেন, ‘আমরা যে রিপোর্টটা পেয়েছি, তাতে সে আপাতত ফিট নয়। যখন ফিট হবে, তখন আমরা ব্যবস্থা নেব। যেহেতু সে ফিট নয়, তাই সে ফিটনেস টেস্ট দিতে পারবে না।’
Discussion about this post