ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
মুশফিকুর রহিম। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে পরিশ্রমীদের একজন। অনুশীলনে তার একাগ্রতা দেখার মতো। আবার মাঠেও চেষ্টার কমতি নেই। এ কারণেই সেরাদের অন্যতম হয়েই আছেন মুশি। তাকে তো তরুণরা অনুসরন করবেই। করছেনও। তাদের একজন তৌহিদ হৃদয়।
বিসিবি প্রেসিডেন্ট’স কাপে একই দলে খেলেছেন মুশফিক-হৃদয়। মাঠের বাইরের মুশফিককে কাছ থেকে দেখে দারুণ অনুপ্রাণিত এই ব্যাটসম্যান।
মুশির কাছে অনুপ্রাণিত হয়ে সাফল্যও পেয়েছেন হৃদয়। মিলেছে অর্ধশতক। প্রিয় ক্রিকেটারের কাছ থেকে শেখা নিয়ে বলছিলেন, ‘ প্রেসিডেন্টস কাপে সিনিয়রদের সঙ্গে খেলা একটা বড় সুযোগ ছিল আমাদের। সবচেয়ে বড় ব্যাপার- সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করেছি। অনেক কিছু শিখতে পেরেছি। আলাদা করে বলতে হয়-মুশফিক ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শেখার ছিল। উনি সবসময় কিভাবে এত শৃঙ্খলার মধ্যে থাকেন, সেসব দেখে অনেক অনুপ্রাণিত হয়েছি আমি।
অন্যদের কাছেও শিখেছেন হৃদয়। জানাচ্ছিলেন, ‘জাতীয় দলের আরও ক্রিকেটার ছিলেন আমাদের দলে। ওদের কাছ থেকেও চেষ্টা করেছি শিখতে। উনাদের ইতিবাচক দিকগুলো নেওয়ার চেষ্টা করেছি আমি।’
যুব বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের তারকা হৃদয়। যুব ওয়ানডে ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ রান স্কোরার। ৪৭ ম্যাচে এক হাজার ৬২৪ রান করেন। সেঞ্চুরি করেছেন ৫টি, যা দ্বিতীয় সর্বোচ্চ। যুব ওয়ানডেতে টানা তিন ইনিংসে সেঞ্চুরি করা একমাত্র ব্যাটসম্যানও হৃদয়।
১৯ বছর বয়সী ব্যাটসম্যান সামনে আরও পরিনত হতে চান। শিখতে চান আরও বেশি। বিসিবি এইচপির ক্যাম্পে থাকা এই ক্রিকেটার বলছিলেন, ‘এইচপি ক্যাম্প আগেও করেছি। এবারও করছি। এখানে অফ সিজনে নিজেকে প্রস্তুত করার কাজ করা যায়। ভবিষ্যতে যেন আরও স্কিলফুল ক্রিকেটার হতে পারি- এই চেষ্টা করছি আমি।’
Discussion about this post