ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
গেল মাসের শেষ সপ্তাহে নিষেধাজ্ঞা থেকে মুক্তি মিলেছে। এরপর কিছুদিন পরিবারের সঙ্গেই ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে। শুক্রবার ভোরে ফিরলেন সাকিব আল হাসান। এবার ফেরার সঙ্গে জড়িয়ে আছে অন্যরকম স্বস্তি। এক বছরের নিষেধাজ্ঞা শেষে এখন মুক্ত বিশ্বসেরা এই অলরাউন্ডার!
যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে শুক্রবার ভোর রাতে ঢাকায় এসেছেন সাকিব। বিমানবন্দরে সংবাদকর্মীদের মুখোমুখি হলেন। ভক্তদের ফুলেল শুভেচ্ছাতেও সিক্ত হলেন তিনি।
দেশে ফিরেই সাকিব জানালেন স্বস্তি পাচ্ছেন তিনি। বলেন, ‘আপনাদের দেখে ভালো লাগছে, সবাই আছেন। অবশ্যই এবার যখন দেশে এসেছি, একটা স্বস্তি নিয়ে এসেছি আমি। এর আগে যখন এসেছি, তখন ওরকম স্বস্তিতে ছিলাম না। এখন সে জায়গা থেকে অনেক স্বস্তিতে আছি। এখন আমার দায়িত্ব, সবার এই যে ভালোবাসা, দোয়া ও সমর্থন, এসবের প্রতিদান দেওয়া।’
এবারের ফেরাটা যে অন্যরকম সেটা জানেন। কারণ মাঝে একটা বছর তিনি ছিলেন নিষিদ্ধ। এরমধ্যে ক্রিকেট মাঠেই প্রবেশ নিষিদ্ধ ছিল তার। জুয়াড়িদের অনৈতিক প্রস্তাব গোপন রাখার অপরাধে এক বছর নিষিদ্ধ শেষে মুক্ত সাকিব বলেন, ‘অন্যান্যবার হয়তো কোনো জায়গা থেকে খেলে আসি বা ঘোরা শেষে দেশে ফিরি। এবারও হয়তো কোনো একটা কাজ শেষে এলাম দেশে। কিন্তু এবার যা হলো- মাথার উপর যে চাপ ছিল, সেটা ছেড়ে আসতে পারলাম আমি।’
দেশে ফিরে এবার কোয়ারেন্টিন করতে হচ্ছে না নেগেটিভ সাকিবের। তার জন্য ছাড়ের ব্যবস্থা করেছে বিসিবি। পরীক্ষায় নেগেটিভ হলে আগামী সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে সাকিবের ফিটনেস পরীক্ষা।
এর আগে গত সেপ্টেম্বরের শুরুতে চার সপ্তাহ নিবিড়ভাবে কাজ করেন বিকেএসপিতে। কিন্তু বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর স্থগিত হয়ে গেলে অক্টোবরের শুরুতে ফের ফিরে যান যুক্তরাষ্ট্রে।
এবার মাঠে ফেরার অপেক্ষা। এ মাসেই বিসিবির টি-টুয়েন্টি টুর্নামেন্টে দেখা যাবে তাকে। সাকিব জানাচ্ছিলেন, ‘আমি তো আশা করব যত তাড়াতাড়ি সম্ভব ফিরতে। তবে তাড়াহুড়ো করতে চাই না। অন্য সবার মতো আমারও সময় প্রয়োজন। আশা করি সময়টা পাব এবং তার ভেতরে নিজেকে ওভারে তৈরি করে নিতে পারব। এক মাসের একটা গ্যাপ গেল, স্বাভাবিকভাবেই আবার বেশ খানিকটা পিছিয়ে গিয়েছি। সময় তাই লাগবে। এই টুর্নামেন্ট শেষ হতে হতে আশা করি আমার পুরো ফিটনেস ফিরে পাব।’
এরইমধ্যে সাকিব ফিরে পেয়েছেন নাম্বার ওয়ান খেতাব। নিষেধাজ্ঞা শেষে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ফিরে পেলেন। এসব নিয়ে ভাবছেন না। এখন নিজেকে ফের প্রমাণ করতে চান তিনি। জানান, ‘আমি তো আসলে কিছু করিনি। যেখানে ছিলাম, ওখানেই আছি। চেষ্টা তো থাকবে প্রতিদিন যেন আরও বেশি উন্নতি করতে পারি।’
সেই পুরনো সাকিবকে দেখার অপেক্ষায় ক্রিকেট ভক্তরা।
Discussion about this post