ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
২০১৮ সালে সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলা মারলন স্যামুয়েলস গত জুনে ক্রিকেট থেকে অবসরের বিষয়টি জানিয়েছিলেন। এবার সেই তিনিই পেশাদার ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন। বুধবার ব্যাপারটি নিশ্চিত করেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাহী জনি গ্রেভ।
দু’টি বিশ্বকাপ জেতা টি-টোয়েন্টি ফাইনালের সর্বোচ্চ স্কোরার ছিলেন মারলন স্যামুয়েলসন। ক্যারিয়ারে এ ক্রিকেটারের সবচেয়ে মনে রাখার মতো অনেক পারফরম্যান্সের মধ্যে সবচেয়ে বেশি আলো কাড়ে শ্রীলঙ্কার বিপক্ষে সেই অতিমানবীয় ইনিংস। যেখানে দলের চরম বিপর্যয়ের মুহূর্তেও মাথা ঠাণ্ডা রেখে সে সময়কার সবচেয়ে বিধ্বংসী দুই বোলার লাসিথ মালিঙ্গা এবং অজান্তা মেন্ডিসকে পাড়ার বোলার বানিয়ে খেলা ৫৬ বলে ৭৮ রানের ইনিংস। তার এই ইনিংসের উপর ভর করে ফাইনালে লঙ্কানদের হারিয়েছিল ক্যারিবিয়ানরা।
এর চার বছর পর ভারতের মাটিতে নিজেদের দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার ফাইনাল ম্যাচে অনন্য এক কীর্তি গড়েন স্যামুয়েলস। প্রথম ক্রিকেটার হিসেবে দু’টি বিশ্বকাপ ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কার ওঠে এই ক্রিকেটারের হাতে। সেই ম্যাচে ইংল্যান্ডকে হারানোর পথে ৬৬ বলে অপরাজিত ৮৫ রানের অসাধারণ এক ইনিংস খেলেছিলেন এই ক্রিকেটার।
শুধু টি- টোয়েন্টিতেই নয়, স্যামুয়েলস সফল ছিলেন ওয়ানডে এবং টেস্টেও। ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের মধ্যে এই ক্রিকেটার স্পিন খেলায়ও ছিলেন দারুণ স্বচ্ছন্দ্য। আর তাইতো মাত্র ২১ বছর বয়সে নিজের প্রথম টেস্ট শতক তুলে নিয়েছেন ভারতের ইডেন গার্ডেন্সে। এমনকি টেস্টে সর্বোচ্চ ২৬০ রানও এসেছে উপমহাদেশের বুকে।
স্যামুয়েলস সব ফরম্যাট মিলিয়ে করেছিলেন ১১, ১৩৪ রান। যেখানে আছে ১৭ শতক। এছাড়াও বল হাতে ১৫২ উইকেট রয়েছে স্যামুয়েলসের।
Discussion about this post