ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সিরিজ আগেই জিতে নিয়েছিল জিম্বাবুয়ে। তারপরও শেষ ম্যাচে এসে এমন উত্তেজনা থাকবে কে জানতো? সমান তালে লড়ল দুই দল। তার পথ ধরে উত্তেজনা তুঙ্গে। শন উইলিয়ামসের সেঞ্চুরির জবাবে শতক বাবর আজমের।
তারপর শেষ বলে চার হাঁকিয়ে ম্যাচটা সুপার ওভারে নিয়ে যান পাকিস্তানের মোহাম্মদ মুসা। এরপর অবশ্য ৬ ওভারের সেই ম্যাজিকে জেতা হলো না ফেভারিটদের। দুর্দান্ত জয়ে হোয়াইটওয়াশ থেকে রক্ষা পেয়েছে জিম্বাবুয়ে।
মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে সুপার ওভারে দুই ব্যাটসম্যানকে হারিয়ে পাকিস্তান তুলে মাত্র ২ রান। জিম্বাবুয়ে তিন বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে।
ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ে। সফরকারীরা উইলিয়ামসের শতরানে ৬ উইকেটে করে ২৭৮রান। জবাবে নেমে পাকিস্তান ৯ উইকেটে ২৭৮ রানে থামে স্বাগতিকরা। এরপর তো সুপার ওভারের নাটক।
মূল ম্যাচে পাঁচ উইকেট নিয়ে ম্যাচের সেরা জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি। সমান উইকেট পেলেন পাকিস্তানের মোহাম্মদ হাসনাইনও। যদিও দলকে জেতাতে পারেন নি তিনি। হাসিমুখ সফরকারী দেশের ক্রিকেটারদেরই।
সংক্ষিপ্ত স্কোর-
জিম্বাবুয়ে: ৫০ ওভারে ২৭৮/৮ (চারি ৯, চিবাবা ০, আরভিন ১, টেইলর ৫৬, উইলিয়ামস ১১৮*, মাধেভেরে ৩৩, রাজা ৪৫, টিরিপানো ১*; আফ্রিদি ১০-১-৪২-০, হাসনাইন ১০-৩-২৬-৫, মুসা ১০-০-৮০-০, ওয়াহাব ১০-০-৬৫-১)
পাকিস্তান: ৫০ ওভারে ২৭৮/৯ (ইমাম ৪, ফখর ২, বাবর ১২৫, হায়দার ১৩, রিজওয়ান ১০, ইফতিখার ১৮, খুশদিল ৩৩, ওয়াহাব ৫২, আফ্রিদি ২, হাসনাইন ৩*, মুসা ৯*; মুজারাবানি ১০-১-৪৯-৫, এনগারাভা ৯-০-৬২-২, চিসোরো ৭-০-৪৮-০, টিরিপানো ৭-০-৩৯-২)
ফল: সুপার ওভারে জয়ী জিম্বাবুয়ে
সিরিজ: তিন ম্যাচের সিরিজ পাকিস্তান ২-০ ব্যবধানে জয়ী।
ম্যাচসেরা: ব্লেসিং মুজারাবানি
সিরিজসেরা: বাবর আজম।
Discussion about this post