ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
হঠাৎ করেই খবরটা ছড়িতে পড়তেই উদ্বিগ্ন হয়ে উঠেন ভক্তরা। খবরটাই তো আশঙ্কার। কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা যে অসুস্থ। ৬০তম জন্মদিন পালন করে এ কিংবদন্তিকে সোমবার আচমকা ভর্তি হলেন হাসপাতালে।
১৯৮৬ সালের আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের নায়ক ভর্তি আছেন লা প্লাতার একটি হাসপাতালে। সেখানে চিকিৎসকদের কথায় স্বস্তি মিলল। ম্যারাডোনার ব্যক্তিগত চিকিৎসক ডা. লিওপোলডো বলেন, ‘ডিয়েগোর অবস্থা তেমন গুরুতর কিছু নয়। তিনি চাইলে যে কোনও সময় হাসপাতাল ত্যাগ করতে পারবেন। যদিও কমপক্ষে তিন দিন পর্যবেক্ষণে রাখতে হবে।’
জানা গেল, শারীরিক স্বাস্থ্যের চেয়ে ম্যারাডোনার জটিলতা মানসিক স্বাস্থ্য নিয়ে। লিওপোলডো বলেন, ‘মানসিকভাবে কিছুটা অসুস্থ তিনি। এটি ওর শারীরিক স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে।’
আর্জেন্টাইন সংবাদ মাধ্যম ওলে জানিয়েছে, ম্যারাডোনার মাঝে করোনার সংক্রমণ ঘটেনি। কিছুদিন আগে নেগেটিভ হয়েছেন। এর কারণ তার এক বডিগার্ডের মাঝে করোনার উপসর্গ দেখা দিয়েছিল। সেই ভয়ে ম্যারাডোনা নিজেকে আইসোলেশনে রেখেছিলেন।
শুক্রবার জন্মদিন পালন করেন এই ফুটবল লিজেন্ড। এরপরই তার দল জিমনাশিয়া লা প্লাতার লিগ ম্যাচে উপস্থিত হয়েছিলেন। কিন্তু অসুস্থতার কারণে মাঠ ছাড়েন। এখানকারই স্থানীয় লা প্লাতা ক্লাবের কোচের দায়িত্ব পালন করছেন তিনি।
Discussion about this post