ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনার সঙ্গে মানিয়ে নিয়ে গত মাসেই প্রতিযোগিতামূলক ক্রিকেট শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ মাসেও ফের লড়াইয়ে নামবেন মুশফিকুর রহিম-তামিম ইকবালরা। এবার যোগ হচ্ছে বড় নাম সাকিব আল হাসান। এক বছরের নিষেধাজ্ঞা শেষে এই টুর্নামেন্ট দিয়েই মাঠে ফিরবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ নিয়ে বেশ ভাবছে বিসিবিও। জমাট এক টুর্নামেন্ট উপহার দিতে চায় দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। এ কারণেই টুর্নামেন্টের প্রাইজমানি ছাড়াই ১০ কোটি টাকা বাজেট থাকছে।
করোনার কারণে প্রায় ৭ মাস বন্ধ ছিল দেশের ক্রিকেট। এই সময়টাতে বেশ ক্ষতিগ্রস্থ হয়েছেন ক্রিকেটাররা। তাদের জন্যই বঙ্গবন্ধু টি-টুয়েন্টি টুর্নামেন্টে বিগ বাজেট রাখতে চায় বিসিবি। ৫ দলীয় প্রতিযোগিতার প্রাইজমানি ছাড়াই বাজেট থাকছে ১০ কোটি টাকা।
বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের ম্যাচ হবে সিঙ্গেল লিগ পদ্ধতিতে। সবগুলো ম্যাচ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। যদিও এখনো সূচি প্রকাশ করেনি বিসিবি।
প্রাথমিকভাবে জানা গেছে মুজিববর্ষে জাতির জনকের নামে এই টুর্নামেন্ট শুরু হতে পারে ১৫ নভেম্বর। শেষ দিকে সবকিছু ঠিক না হলে টুর্নামেন্টটি আরো এক সপ্তাহ পেছাতে পারে।
টুর্নামেন্টে প্রতিটি দলের সম্ভাব্য বাজেট ২ কোটি টাকা হতে পারে। চার ক্যাটাগরিতে ভাগ করা হবে ক্রিকেটারদের। ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন ১০ লাখ, ‘বি’ ক্যাটাগরি পাবেন ৮ লাখ, ‘সি’ ক্যাটাগরির খেলোয়াড়রা ৬ লাখ এবং ‘ডি’ ক্যাটাগরির খেলোয়াড়রা পাকেন ৪ লক্ষ টাকা করে। পাবেন। আরেকটি সুখবর হলো বিদেশি ক্রিকেটাররা থাকছেন না এই লড়াইয়ে।
Discussion about this post