ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
নিরাপত্তা শঙ্কায় বিশ্বের বেশিরভাগ দেশই পাকিস্তান সফরে যেতে চাই না। তবে এ ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন বাংলাদেশ। এ বছরের শুরুর দিকে দলটি গিয়েছিল পাক সফরে। তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতি এবার কৃতজ্ঞতা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পাকিস্তান সফরে আপাতত রয়েছে জিম্বাবুয়ে। রোববার দুই দলের মধ্যে হয়ে গেছে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। ঐ ম্যাচ শেষে আসন্ন আন্তর্জাতিক সফরের ভবিষ্যৎ জানতে চাইলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি সাংবাদিকদের বলেন, ‘ইংল্যান্ড থেকে একটি ক্লাব সংক্ষিপ্ত সফরে আসবে। সামনের দুই বছরে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ দুটি আসর আছে।’
এদিকে বাংলাদেশসহ কয়েকটি দেশের বোর্ডের প্রতি সন্তোষ প্রকাশ করে মানি বলেন, ‘দল পাঠানোয় আমরা বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং এখন খেলতে আসা জিম্বাবুয়ের কাছে খুবই কৃতজ্ঞ। আমাদের নিরাপত্তা ব্যবস্থায় তারা স্বাচ্ছন্দ্য ছিল।’
এর আগে গতবছর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে পাকিস্তান গিয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট দল। এছাড়া চলতি সফরের আগেও পাকিস্তানে ক্রিকেট ফেরানোর লক্ষ্যে দেশটিতে সফর করেছিল জিম্বাবুয়ে দল।
২০২১ সালে পাকিস্তান সফরে যেতে পারে ইংল্যান্ড। এ ব্যাপারে মানি বলেছেন, ‘ইংল্যান্ডকে নিয়ে আমরা খুব আশাবাদী। তাদের শীর্ষস্থানীয় কয়েক জন কর্মকর্তা আসবেন। আশা করছি তারাও দল পাঠাবে।’
Discussion about this post