ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
৩০ বছর আগের স্মৃতি! তিন দশকের পুরনো রেকর্ড। মনে হচ্ছিল দুই ভাই স্টিভ ও মার্ক ওয়াহর কীর্তি কেউ ভাঙতেই পারবেন না। কিন্তু এই করোনা কালের ক্রিকেটে দেখা মিলল চমকের। প্রথম শ্রেণির ক্যারিয়ারে প্রথমবার ওপেন করতে নেমেই রেকর্ড গড়লেন উইলিয়াম পুকোভস্কি। সঙ্গে অভিজ্ঞ মার্কাস হ্যারিসের ব্যাটে রান বন্যা।
পুকোভস্কি-হ্যারিস মিলে গড়লেন শেফিল্ড শিল্ড ইতিহাসের সর্বোচ্চ রানের জুটির রেকর্ড। টপকে গেলেন ৩০ বছর আগে স্টিভ ও মার্ক ওয়াহর গড়া জুটিকে।
রোববার অ্যাডিলেডে ভিক্টোরিয়ার হয়ে সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৮৬ রানের উদ্বোধনী জুটি গড়েন হ্যারিস ও পুকোভস্কি। গত শুক্রবার হ্যারিস ও পুকোভস্কির জুটি শুরু করেন মিশন। সাউথ অস্ট্রেলিয়া আগে ব্যাট করে প্রথম ইনিংসে ২০০ রানে অলআউট হয়। এরপর দিনের শেষ ঘণ্টায় ব্যাট করে হ্যারিস ও পুকোভস্কির জুটি অবিচ্ছিন্ন থাকে ৩৮ রানে।
দ্বিতীয় দিনটা ছিল শুধু তাদেরই। সারাদিন অবিচ্ছিন্ন থেকে জমা করেন ৩৮০ রান। এরপর ৪১৮ রানের জুটি নিয়ে রোববার সকাল শুর হয় তাদের। সকালেই ডাবল সেঞ্চুরি করেন পুকোভস্কি। তারপরই শেফিল্ড শিল্ডে উদ্বোধনী জুটির নতুন রেকর্ড গড়েন দু’জন। ১৯৮৯ সালে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে রেকর্ড গড়া মাইক ভেলেটা ও জেফ মার্শের ৪৩১ রানের জুটিকে পেছনে ফেলেন।
তারপরই সামনে ছিল ৫০০ রানের জুটি হাতছানি। তা অবশ্য হয়নি। ৩৯৯ বলে ২৩৯ রানেআউট হ্যারিস। পুকোভস্কি থাকেন অপরাজিত ৩৮৬ বলে ক্যারিয়ার সেরা ২৫৫ রানে।
২৮ বছর বয়সী হ্যারিস অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন ৯টি টেস্ট। ২২ বছর বয়স পুকোভস্কি টেস্ট দলে ডাক পেলেও এখনও হয়নি আন্তর্জাতিক অভিষেক।
এর আগে ১৯৯০ সালে ওয়াহ ভাইদের রেকর্ড জুটি ছিল পঞ্চম উইকেটে। নিউ সাউথ ওয়েলসের হয়ে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থে দুই জমজ ভাই মিলে গড়েন ৪৬৪ রানের অবিচ্ছিন্ন জুটি। ২২৯ রানে অপরাজিত মার্ক ওয়াহ। স্টিভের ব্যাটে ২১৬।
Discussion about this post