ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অবশেষে দীর্ঘ ৫৪ ঘণ্টা বিমান ভ্রমণের পর শুক্রবার বারবাডোজ থেকে নিউজিল্যান্ড পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এরপর তারা বসেন করোনা পরীক্ষায়। রিপোর্ট অবশ্য সবারই এসেছে নেগেটিভ। তারপরও ক্যারিবিয়ানরা চলে গেছে কোয়ারেন্টিনে।
ক্রাইস্টচার্চের লিঙ্কন বিশ্ববিদ্যালয় হাই পারফরম্যান্স সেন্টার ক্যারিবিয়ানরা আপাতত কোয়ারেন্টিনে রয়েছে। সেখানে ১৪ দিন থাকতে হবে তাদের। তবে ঘরবন্দী থাকতে হবে কেবল ৪ দিন। এরপর সেখানে অনুশীলন করতে পারবেন তারা।
কোয়ারেন্টিনে ১৪ দিন থাকার পর ফের করোনা পরীক্ষা দিতে হবে ক্যারিবিয়ানদের। এরপর নেগেটিভ হলেই স্বাভাবিক জীবনে ফিরবেন তারা।
নিউজিল্যান্ড সফরে এবার তিন টি-টোয়েন্টি ও দুই টেস্ট ম্যাচের সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। দলটির সফরের শুরুটা হবে টি-টোয়েন্টি দিয়ে। আগামী ২৭ নভেম্বর যে সিরিজ শুরু হবে। এরপর ৩ ডিসেম্বর শুরু হবে টেস্ট সিরিজ।
নিউজিল্যান্ড সফরে উইন্ডিজের টেস্ট দল-
জেসন হোল্ডার (অধিনায়ক), জারমেইন ব্ল্যাকউড, ক্রেইগ ব্রাথওয়েট, ড্যারেন ব্রাভো, শামার ব্রুকস, জন ক্যাম্পবেল, রস্টন চেজ, রাহকিম কর্নওয়াল, শেন ডাওরিচ, শ্যানন গ্যাব্রিয়েল, শিমরন হেটমায়ার, চেমার হোল্ডার, আলঝারি জোসেফ, কেমো পল ও কেমার রোচ।
রিজার্ভ ক্রিকেটার: এনক্রুমা বোনার, জশুয়া দা সিলভা, প্রেস্টন ম্যাকসুইন, শেন মোসেলে, রেয়মন রেইফার ও জ্যাডেন সিয়ালেস।
Discussion about this post