ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সব ঠিক থাকলে এখন শ্রীলঙ্কা সফরেই থাকার কথা ছিল তাদের। কিন্তু সব ঠিক থাকেনি। কোয়ারেন্টাইন নিয়ে সমঝোতা না হওয়ায় স্থগিত হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর। তবে মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহদের বসিয়ে রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আয়োজন করে তিন দলের ওয়ানডে টুর্নামেন্ট।
সেই বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনাল শেষ হতেই ছুটি মিলল মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদদের। টানা দুই সপ্তাহের ছুটি। যদিও এরমধ্যে ব্যক্তিগত অনুশীলন চালিয়ে যেতে পারবেন তারা। বিসিবির এইচপি ইউনিটের ক্যাম্প চললেও তাদের অনুশীলনে বাঁধা নেই।
লঙ্কা সফর সামনে রেখে গত ২১ সেপ্টেম্বর থেকে ২৭ ক্রিকেটারকে নিয়ে শুরু হয় জাতীয় দলের ক্যাম্প। জৈব সুরক্ষা বলয়ে থেকে নিজেদের ব্যস্ত রেখেছেন তারা। কিন্তু সফরে যাওয়া হয়নি। এরপর তিন দলের টুর্নামেন্ট নিয়ে ব্যস্ততায় কেটেছে সময়। সেই পালা শেষে এবার ছুটি!
অবশ্য সামনে আরেক লড়াই। সব ঠিক থাকলে ১৫ নভেম্বর ঘরোয়া ক্রিকেট। তার আগে দুই সপ্তাহের ছুটি পেলেন তারা। বিদেশি কোচরাও ছুটিতে চলে গেছেন নিজ নিজ দেশে।
ছুটি কাটিয়ে ফিরেই ফের করোনা পরীক্ষা দিতে হবে তাদের। ‘নেগেটিভ’ হয়েই ফিরতে হবে লড়াইয়ে। নভেম্বরে সেই টি-টুয়েন্টি টুর্নামেন্ট দিয়েই নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরবেন সাকিব আল হাসান। ফেরার কথা আছে মাশরাফি বিন মর্তুজারও। যিনি এখন ভুগছেন হ্যামস্ট্রিং ইনজুরিতে।
Discussion about this post