ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ক্যাম্প থেকেই বিসিবি প্রেসিডেন্টস কাপে খেলতে এসেছিলেন তারা। টুর্নামেন্ট শেষ। কিন্তু ঘরে ফিরে যাওয়ার সুযোগ নেই। হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের ক্রিকেটারদের ফের শুরু হচ্ছে ক্যাম্প। মঙ্গলবার থেকে আবারও শুরু আকবর আলীদের ক্যাম্প।
মিরপুর শেরেবাংলায় কোচ টবি র্যাডফোর্ড অধীনে চলবে আনুষ্ঠানিক অনুশীলন। তার আগে দলের ২৬ ক্রিকেটারের করোনা পরীক্ষা দিতে হলো। সোমবারই হয়েছে কোভিড টেস্ট। নেগেটিভ ক্রিকেটাররাই থাকবেন ক্যাম্পে। মিরপুরের একাডেমিতে থেকে ক্যাম্প চলবে ১২ নভেম্বর পর্যন্ত।
বিসিবি হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) ১৫ ক্রিকেটার ছিলেন বিসিবি প্রেসিডেন্ট’স কাপের তিন দলে। টুর্নামেন্ট শেষে জাতীয় দলের খেলোয়াড়সহ অনেকেই ছুটি পেলেন। তবে বিশ্রাম নেই এইচপির ক্রিকেটারদের।
ক্যাম্পের প্রথম দফায় ফিটনেস টেস্ট, এরপরই শুরু স্কিল অনুশীলন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা ক্রিকেটারদের নিয়েই গড়া হয়েছে এবারের এইচপি দল। যুব বিশ্বকাপে শিরোপা জেতা দলটির ১৩ জন রয়েছেন দলে।
অবশ্য দলে আছেন জাতীয় দলে খেলা লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবও। আছেন আফিফ হোসেনের মতো পরিচিত মুখও।
বিসিবি এইচপি দল-
ব্যাটসম্যান: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম শেখ, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়।
স্পিনার: মিনহাজুল আবেদীন আফ্রিদি, আমিনুল ইসলাম বিপ্লব, রকিবুল হাসান, হাসান মুরাদ, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারি।
পেসার: শরিফুল ইসলাম, শফিকুল ইসলাম, মুকিদুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, শাহীন আলম, সুমন খান, নোমান চৌধুরী সাগর, অভিষেক দাস, রেজাউর রহমান রাজা।
উইকেটকিপার: আকবর আলী ও মাহিদুল ইসলাম অঙ্কন।
Discussion about this post