ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
কার্তিকে হঠাৎ বৃষ্টিতে সূচি এলোমেলো। শুক্রবার ফাইনাল হওয়ার কথা থাকলেও হলো না। রোববার দুপুরে বিসিবি প্রেসিডেন্ট’স কাপের ফাইনালে লড়ছে মাহমুদউল্লাহ একাদশ ও নাজমুল হোসেন শান্ত একাদশ। রাজধানীর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুপুর দেড়টায় শুরু ম্যাচ।
ম্যাচটি সরাসরি দেখাবে বাংলাদেশ টেলিভিশন। বিসিবির অফিসিয়াল ইউটিউব ও ফেইসবুক পাতাতেও থাকবে সরাসরি সম্প্রচার!
তিন দলের এই লড়াইয়ে আগেই বিদায় নিয়েছে তামিম ইকবাল একাদশ। চার ম্যাচের তিনটিতে জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে ফাইনালে উঠে শান্ত একাদশ। তাদের সঙ্গী মাহমুদউল্লাহ রিয়াদের দল।
এই লড়াইয়ের আগে নাজমুল হোসেন শান্ত বলছিলেন, ‘এই টুর্নামেন্ট অনেক উপভোগ করেছি। অনেক দিন পর মাঠে এরকম একটা টুর্নামেন্ট খেলতে পারলাম আমরা। সবাই মিলে মাঠে খেলাটা অনেক বড় ব্যাপার ছিলো। এমন একটা টুর্নামেন্টে ফাইনাল খেলতে পেরে খুব ভালো লাগছে। আশা করছি, ফাইনালেও ভালো কিছু হবে।’
শান্তর দলের সেরা তারকা মুশফিকুর রহিম। যিনি সেঞ্চুরি ও দুই ফিফটিতে ২০৭ রান করে টুর্নামেন্টের রান সংগ্রাহক। চোটে আক্রান্ত তিনি। তবে ফাইনালে খেলা নিয়ে মুশির শঙ্কা নেই।
অন্যদিকে ফাইনালে উঠে খুশি মাহমুদউল্লাহ। ফাইনালের আগে বলছিলেন, ‘দেখুন, সৌভাগ্যবশত আমরা ফাইনাল খেলছি। অনেক দিন পরে আমরা একটা টুর্নামেন্ট খেলছি। আমরা সবাই মুখিয়ে আছি ফাইনালে যেন ভালো খেলতে পারি। এটা প্রস্তুতি মূলক টুর্নামেন্ট হলেও আমার মনে হয় আমরা প্রতিটি খেলোয়াড়ই খুব সিরিয়াসলি খেলেছি।’
তার দলের সেরা পারফরমার রুবেল হোসেন। এই পেসার টুর্নামেন্টে চার ম্যাচে ১০ উইকেট নিয়েছেন।
Discussion about this post