ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অসুস্থ বোধ করছিলেন গত বৃহস্পতিবার রাত থেকেই। বুকের ব্যথা নিয়ে শেষ অব্দি হাসপাতালে যেতে হয় কপিল দেব। এরপর পরীক্ষা নিরীক্ষা শেষে দ্রুত এঞ্জিওপাস্টি করা হয় ভারতীয় এই ক্রিকেট কিংবদন্তির। সেই ধাক্কা সামলে উঠতেই শুনতে হলো দুঃসংবাদ-হৃদরোগে আক্রান্ত কপিল।
হৃদরোগে আক্রান্ত কপিল দেবের সফল অস্ত্রোপচার হয়েছে। তবে আরও কয়েকদিন থাকতে হবে হাসপাতালে।
দিল্লির হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে জানা গেল- কপিল দেব এখন বিপদমুক্ত। তার শারীরিক অবস্থা স্থিতিশীল। ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়কের জন্য এখন চলছে প্রার্থনা।
১৯৭৮ সালে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট অভিষেক কপিলের। এরপর ১৯৮৩ সালে লর্ডসে ক্রিকেট ইতিহাস গড়ে তারই নেতৃত্বে। কপিলের নেতৃত্বে ভারত জেতে বিশ্বকাপ। সেই বিশ্বকাপেই জিম্বাবুয়ের বিপক্ষে ১৭৫ রানের দুর্দান্ত ইনিংসও খেলেন কপিল।
সব মিলিয়ে ক্যারিয়ারে ১৩১ টেস্টে মোট ৪৩৪ উইকেট নিয়েছেন হরিয়ানা হ্যারিকেন খ্যাত এই পেসার। ২২৫ ওয়ানডে ম্যাচে ২৫৩ উইকেট পেয়েছেন। টেস্টে এই অলরাউন্ডার করেছেন ৫২৫৮ রান। একদিনের ক্রিকেটে তুলেছেন ৩৭৮৩ রান।
শুধু ক্রিকেট নয়, গলফেও ভারতের প্রতিনিধিত্ব করেছেন কপিল দেব নিখাঞ্জ!
Discussion about this post