ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
হঠাৎ করেই কার্তিকের শুরুতে শুরু হয়েছে বর্ষার বৃষ্টি। বৃহস্পতিবার দিনভর ঝরেছে অঝোর ধারা। আবহাওয়ার পূর্বাভাস বলছে, এই বৃষ্টি থাকতে পারে শনিবার অব্দি। এ কারণেই সতর্ক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পেছাল প্রেসিডেন্টস কাপের ফাইনাল। তেমনটাই সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিসিবি।
বিসিবি প্রেসিডেন্ট’স কাপের পূর্ব নির্ধারিত ফাইনাল ছিল ২৩ অক্টোবর। এই তারিখে সেরার লড়াই হচ্ছে না। ম্যাচটি অনুষ্ঠিত হবে আসছে রোববার, ২৫ অক্টোবর।
বৃষ্টি শঙ্কার কথা মাথায় রেখেই এই ফাইনালের সময় সূচি পরিবর্তন করা হয়েছে। রোববার ফাইনাল শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের এদিন ফাইনালে মুখোমুখি হবে মাহমুদউল্লাহ রিয়াদ একাদশ ও নাজমুল হোসেন একাদশ।
ফাইনাল ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন।
সাংবাদিকদের করোনা টেস্ট করাবে বিসিবি-
ক্রিকেটারদের নিয়মিত চলছে করোনা পরীক্ষা। তার অংশ হিসেবে এবার ক্রিকেট সাংবাদিকদেরও এই টেস্ট করানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।বিসিবি প্রেসিডেন্টস কাপ ফাইনাল ম্যাচ কাভার করতে আসা সকল সাংবাদিক এ করোনা টেস্ট করাতে পারবেন।
মিরপুরে বিসিবি’র মিডিয়া সেন্টার কার্যালয়ে সাংবাদিকরা তাদের স্যাম্পল জমা দিতে পারছেন। ক্রিকেট সাংবাদিকদের এ করোনা টেস্টের খরচ বহন করবে বিসিবি।
Discussion about this post