ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
হঠাৎ করেই করোনাভাইরাস আতঙ্ক! যদিও করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়েই ১ অক্টোবর থেকে সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ক্যাম্প শুরু করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কিন্তু দুই সপ্তাহ যেতেই ক্যাম্পে কয়েকজন ক্রিকেটারের করোনার উপসর্গ দেখা দিল। এ কারণেই ক্যাম্প স্থগিত করেছে টিম ম্যানেজমেন্ট।
একইসঙ্গে যুবাদের ১০জন ও সাপোর্টিং স্টাফের দুজনকে আইসোলেশনে পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিকেএসপির আন্তর্জাতিক হোস্টেলে ছিলেন অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। সংস্কার কাজের জন্য সেখানে বাইরে থেকে নিয়মিত আসছিলেন নির্মাণ শ্রমিকেরা। ধারণা করা হচ্ছে এভাবেই করোনা সংক্রমণ হতে পারে।
এর আগে করোনা পরীক্ষার পর বিসিবি প্রেসিডেন্টস কাপে খেলা ক্রিকেটারদের জৈব সুরক্ষা বলয়ে রাখা হয়েছে। এরইমধ্যে রোববার টিম হোটেলে খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তা, দলের সহকারী, টিম বাসের চালক ও হেল্পার, হোটেল সোনারগাঁওয়ের কর্মীসহ মোট ১২৬ জনের করোনা নমুনা সংগ্রহ করা হয়েছে। নিয়মিত করোনা পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন তারা।
Discussion about this post