ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দু’জন দুই প্রজন্মের। একজন বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান তারকা। আরেকজনকে বলা হচ্ছে ভবিষ্যতের। আবার দু’জনের মিলটাও দেখার মতো। মুস্তাফিজুর রহমানকে দারুণ সম্মান করেন তরুণ ক্রিকেটার শরিফুল ইসলাম।
সিনিয়র বাঁহাতি পেসারের কাছ থেকে সুযোগ পেয়ে শিখছেন তিনি। বিসিবি প্রেসিডেন্ট’স কাপে মুস্তাফি-শরিফুল খেলছেন তামিম ইকবাল একাদশে। যেখানে অভিজ্ঞর কাছে শিখছেন তিনি।
মুস্তাফিজকে তো আর নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। তবে শরিফুলও যে একেবারে অপরিচিত তা নয়, গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য তিনি। এছাড়া বাংলাদেশ ‘এ’ দলের হয়েও আয়ারল্যান্ডে ছিলেন এই পেসার। এছাড়া খেলেছেন ইমার্জিং দলে ও বিসিবি একাদশে।
প্রথম শ্রেণির ক্রিকেটে ও লিস্ট ‘এ’ ক্রিকেটে ছাড়াও বিপিএলে নজর কেড়েছেন শরিফুল। প্রেসিডেন্ট’স কাপের এবার প্রথম ম্যাচে ভালো না করলেও পরের ম্যাচেই ৪ উইকেট নেন। ১৯ বছর বয়সী এই পেসার এই লড়াইয়ে দ্য ফিজকে পাশে পেয়ে দারুণ খুশি।
জানাচ্ছিলেন, ‘মুস্তাফিজ ভাই আছেন আমাদের দলে। আমি সবসময় উনাকে অনেক প্রশ্ন করি। তিনি সুন্দরভাবে সব শেখান-বোঝান।’
এছাড়া আরও বলছিলেন, ‘তামিম ভাইয়ের দলে খেলছি। তিনি এখন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক। অনেক সময়ই তিনি অনেক কিছু বলেন। নেটে বোলিংয়ের সময়, ড্রেসিং রুমেও তামিম ভাই অনেক সময় ব্যাটসম্যানদের দুর্বলতাসহ নানা কিছু বলেন, কীভাবে বল করতে হবে।’
Discussion about this post